দুঃখের সাথে সন্ধি
বুঝিনি আমি তখনও তুমি
করছ আমায় ঘৃণা,
বুঝেছি তখন কেটেছে যখন
সময় তুমি হীনা!
আকাশ ভরা মেঘ দেখেও
বুঝিনি আসবে ঝড়,
অপূর্ণতার দুঃস্বপ্নে
হৃদয় হয়েছে উজাড়!
কার ডাকে আমি ঘর ছেড়েছি
কোথায় করছি বাস?
কার বাগানে ফুল ফুটে আজ
কোথায় ছড়ায় সুবাস?
কোথায় মানুষ বসত করে
কোথায় যে তার মন!
কেমনে হাসির অভিনয় করে
সয়ে শত জ্বালাতন!
যখন তোমার মোহ আমাকে
গোপনে করেছে বন্দী,
তখন আমার হৃদয় করেছে
দুঃখের সাথে সন্ধি!
করছ আমায় ঘৃণা,
বুঝেছি তখন কেটেছে যখন
সময় তুমি হীনা!
আকাশ ভরা মেঘ দেখেও
বুঝিনি আসবে ঝড়,
অপূর্ণতার দুঃস্বপ্নে
হৃদয় হয়েছে উজাড়!
কার ডাকে আমি ঘর ছেড়েছি
কোথায় করছি বাস?
কার বাগানে ফুল ফুটে আজ
কোথায় ছড়ায় সুবাস?
কোথায় মানুষ বসত করে
কোথায় যে তার মন!
কেমনে হাসির অভিনয় করে
সয়ে শত জ্বালাতন!
যখন তোমার মোহ আমাকে
গোপনে করেছে বন্দী,
তখন আমার হৃদয় করেছে
দুঃখের সাথে সন্ধি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রবিউল হাসান ৩০/০৫/২০১৮বেশ ভালো।
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৫/২০১৮ভালো।
-
সাইদ খোকন নাজিরী ৩০/০৫/২০১৮বেশ প্রেমিক পুরুষ মনে হয়।