দুঃখের নদী
দুঃখের আছে বিশাল নদী কূল কিনারা নাই,
সঙ্গী সাথী নেই সেখানে একলা তরী বাই!
দমকা হাওয়া এসে তরীর ছিড়ে দিলো পাল,
বেপরোয়া খরস্রোতে টেনে নিলো হাল!
মাথার উপর অসীম আকাশ নীচে জলরাশি,
চোখের জলে নদীর জলে দুঃখ রাশি রাশি!
শুরু থেকেই শুধুই ভাটা জোয়ার দেখা নাই,
তবু জোয়ার, কিনার পেতে স্বপ্ন দেখে যাই।
বন্ধু স্বজন আপনজনা সবাই গেলো দূরে,
সুখগুলোকে নিয়ে আমায় দুঃখে দিলো ভরে!
অশ্রু ঝরে অকাতরে একলা একা হায়,
দুঃখের নদে ভাসি আমি বৈঠা বিহীন নায়!
চলছি ভেসে স্রোতের টানে চলছি ভেসে ভাটায়,
ইচ্ছে খুশী জলাঞ্জলি হাসি নিয়ে কাঁদায়!
চলছে বয়ে এঁকে বেঁকে এমনি জীবন নদী,
দুঃখ সেথায় দিনে রাতে সঙ্গী নিরবধি!
সবাই বুঝি চলছে এমনি দুঃখের নদে ভেসে,
অশেষ কষ্টে কাঁদেন লোকে ন্যুনতম হেসে।
পাশাপাশি প্রবাহমান থাকলে খুশীর নদী,
পাল তোলা নায় বৈঠা হাতে মাঝি হতাম যদি!
সঙ্গী সাথী নেই সেখানে একলা তরী বাই!
দমকা হাওয়া এসে তরীর ছিড়ে দিলো পাল,
বেপরোয়া খরস্রোতে টেনে নিলো হাল!
মাথার উপর অসীম আকাশ নীচে জলরাশি,
চোখের জলে নদীর জলে দুঃখ রাশি রাশি!
শুরু থেকেই শুধুই ভাটা জোয়ার দেখা নাই,
তবু জোয়ার, কিনার পেতে স্বপ্ন দেখে যাই।
বন্ধু স্বজন আপনজনা সবাই গেলো দূরে,
সুখগুলোকে নিয়ে আমায় দুঃখে দিলো ভরে!
অশ্রু ঝরে অকাতরে একলা একা হায়,
দুঃখের নদে ভাসি আমি বৈঠা বিহীন নায়!
চলছি ভেসে স্রোতের টানে চলছি ভেসে ভাটায়,
ইচ্ছে খুশী জলাঞ্জলি হাসি নিয়ে কাঁদায়!
চলছে বয়ে এঁকে বেঁকে এমনি জীবন নদী,
দুঃখ সেথায় দিনে রাতে সঙ্গী নিরবধি!
সবাই বুঝি চলছে এমনি দুঃখের নদে ভেসে,
অশেষ কষ্টে কাঁদেন লোকে ন্যুনতম হেসে।
পাশাপাশি প্রবাহমান থাকলে খুশীর নদী,
পাল তোলা নায় বৈঠা হাতে মাঝি হতাম যদি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ১০/০৩/২০১৯সুন্দর !!
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৩/২০১৯ভালো।
-
সাঁঝের তারা ০৭/০৩/২০১৯সুন্দর।
-
শেখ সাদী মারজান ০৬/০৩/২০১৯সুন্দর লেখনি
-
সেলিম রেজা সাগর ০৬/০৩/২০১৯অসাধারণ