দুঃখের মেলা
অশান্ত ঢেউয়ের কবলে পড়েছে
দুরন্ত ভাবনা,
কাঙ্খিত ফল লাঞ্ছিত হল
রয়ে গেল যাতনা।
পবিত্রতা চরিত্র জুড়ে
জাগালো শিহরণ,
সহস্র ভুলের অজস্র ব্যথা
সয়ে চলেছে মন।
নিত্য ভুলে সত্য মেলে
সংশোধনের পথ,
স্বপ্ন চড়ে মগ্ন হয়ে
সম্ভাবনার রথ।
ব্যর্থ হয়ে স্বার্থ কাটে
আঁচড় নিজের বুকে,
পণ্ড করে ভণ্ড লোকে
মিষ্টি কথা মুখে।
উচ্চাভিলাষ ঘটায় বিনাশ
লোভ জেগেছে তাই,
সর্বোপরি অহংকারী
চায়না দিতে ঠাই।
হৃদয় জুড়ে বেজায় ব্যথা
বসে ঘরের কোনে,
পরশ বুলায় অলশ আশা
সাহস সময় গোনে।
ভাবনা তবু যাতনা সয়ে
গুনছে আজো ঢেউ,
সত্য দিয়ে মিথ্যে মুছে
থামাবেই তাঁকে কেউ।
যেন আশা আর নিরাশা
আলো আঁধার খেলা,
স্মৃতির পাতায় প্রীতির সে দাগ
জমায় দুঃখের মেলা।
দুরন্ত ভাবনা,
কাঙ্খিত ফল লাঞ্ছিত হল
রয়ে গেল যাতনা।
পবিত্রতা চরিত্র জুড়ে
জাগালো শিহরণ,
সহস্র ভুলের অজস্র ব্যথা
সয়ে চলেছে মন।
নিত্য ভুলে সত্য মেলে
সংশোধনের পথ,
স্বপ্ন চড়ে মগ্ন হয়ে
সম্ভাবনার রথ।
ব্যর্থ হয়ে স্বার্থ কাটে
আঁচড় নিজের বুকে,
পণ্ড করে ভণ্ড লোকে
মিষ্টি কথা মুখে।
উচ্চাভিলাষ ঘটায় বিনাশ
লোভ জেগেছে তাই,
সর্বোপরি অহংকারী
চায়না দিতে ঠাই।
হৃদয় জুড়ে বেজায় ব্যথা
বসে ঘরের কোনে,
পরশ বুলায় অলশ আশা
সাহস সময় গোনে।
ভাবনা তবু যাতনা সয়ে
গুনছে আজো ঢেউ,
সত্য দিয়ে মিথ্যে মুছে
থামাবেই তাঁকে কেউ।
যেন আশা আর নিরাশা
আলো আঁধার খেলা,
স্মৃতির পাতায় প্রীতির সে দাগ
জমায় দুঃখের মেলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০১/০৫/২০১৮
-
পবিত্র চক্রবর্তী ০১/০৫/২০১৮ভালো । দ্বিতীয় অনুচ্ছেদে "ভুল " হবে
ভাল থাকবেন।
অনেক ধন্যবাদ আপনাকে।