দরিদ্রের হক
যার যা কিছু প্রয়োজন আজ নিচ্ছ সবি লুটে,
কেউ বা আবার খাচ্ছে খাবার ডাস্টবিন হতে খুটে!
কোন পোশাকটা পরবে কবে পায় না দিশা কেহ,
আবার কারো জোটে না কাপড় ঢাকতে নিজের দেহ!
খাবার ভয়ে পালিয়ে বেড়ায় কোন মায়ের ছেলে,
অনেক আছে ক্ষিধের জ্বালায় ভাসছে চোখের জলে।
খুটে বেছে কুড়িয়ে নিলে যা কিছু চাই নিজের,
একটু ভাবা উচিৎ ছিল কত কষ্ট ওদের!
প্রয়োজন হীন গুছিয়ে রেখে কি লাভ তোমার হবে?
কেউ জানে না ভূবন ছেড়ে কে বা কখন যাবে!
মাটির ঘরে রবে পড়ে খোঁজ নেবে না কেহ,
মাটির সাথে যাবে মিশে তোমার মাটির দেহ!
কি কারণে ক্ষণিক তরে করছ এত খাতির?
ছাড়তে হবে সঙ্গ একদিন প্রিয় জীবন সাথীর!
যদি থাকে মনের মাঝে পরপারের ভয়,
বের করে নাও ওদের জন্য একটু ভাবার সময়।
ওদের আছে বেঁচে থাকার ন্যায্য অধিকার,
ওদের জন্য আটকে যাবে তোমার পরপার!
ওদের খাঁটি হক রয়েছে তোমার অঢেল ধনে,
ওদের পাওনা বুঝিয়ে দাও শান্তি পাবে মনে।
কেউ বা আবার খাচ্ছে খাবার ডাস্টবিন হতে খুটে!
কোন পোশাকটা পরবে কবে পায় না দিশা কেহ,
আবার কারো জোটে না কাপড় ঢাকতে নিজের দেহ!
খাবার ভয়ে পালিয়ে বেড়ায় কোন মায়ের ছেলে,
অনেক আছে ক্ষিধের জ্বালায় ভাসছে চোখের জলে।
খুটে বেছে কুড়িয়ে নিলে যা কিছু চাই নিজের,
একটু ভাবা উচিৎ ছিল কত কষ্ট ওদের!
প্রয়োজন হীন গুছিয়ে রেখে কি লাভ তোমার হবে?
কেউ জানে না ভূবন ছেড়ে কে বা কখন যাবে!
মাটির ঘরে রবে পড়ে খোঁজ নেবে না কেহ,
মাটির সাথে যাবে মিশে তোমার মাটির দেহ!
কি কারণে ক্ষণিক তরে করছ এত খাতির?
ছাড়তে হবে সঙ্গ একদিন প্রিয় জীবন সাথীর!
যদি থাকে মনের মাঝে পরপারের ভয়,
বের করে নাও ওদের জন্য একটু ভাবার সময়।
ওদের আছে বেঁচে থাকার ন্যায্য অধিকার,
ওদের জন্য আটকে যাবে তোমার পরপার!
ওদের খাঁটি হক রয়েছে তোমার অঢেল ধনে,
ওদের পাওনা বুঝিয়ে দাও শান্তি পাবে মনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পবিত্র চক্রবর্তী ০৩/০৬/২০১৮ভালো
-
রবিউল হাসান ০২/০৬/২০১৮বাস্তবতার নিরেখে অসাধারন কবিতা।এই সত্য কথা গুলো বলতে হবে।