দহন
তুমি হাসি মুখে আমি যন্ত্রণায় কাতর,
যেন মোমের মত গলি তুমি কঠিন পাথর!
সরল মনের রসদ গোঁড়ায় ছিল গলদ
এক ঘরেতে দেহের পূজা সুদূর প্রাণের বসত।
অজস্র বার চেয়ে বিন্দু মাত্র পেয়ে,
হারিয়ে আবার বসে থাকা পথ পাণে চেয়ে।
আলোর পিছে আঁধার ফিরে আসে আবার,
অঝর ধারায় ঝরিয়ে শেষে রচে প্রীতির কবর।
আনন্দ পরবাসী তবু মুখে হাসি,
লোক দেখানো সুখে ভেতর ব্যথায় বানে ভাসি।
প্রীতির মোহে মরা আর হৃদয় উজাড় করা,
ছাড়তে হবে প্রেমের তরে ক্ষণিক তরের ধরা।
পাক না পরিত্রাণ দেহের উপাখ্যান,
সখার লাগি আত্মত্যাগী দুঃখের জলে স্নান।
একই সুত্রে গাঁথা আনন্দ আর ব্যথা,
একে অন্যের ধার ধারে না তেমন সত্য কথা।
সদ্য ঝরা ফুল স্রোতে ভাঙা কূল,
সবার মনে লুকিয়ে রাখে ব্যথা অপ্রতুল।
জীবন চলার গতি দুঃখ সুখে ব্রতী,
সুখ গুলো তাই ভাসতে দুঃখে পেয়েছে সম্মতি।
যেন মোমের মত গলি তুমি কঠিন পাথর!
সরল মনের রসদ গোঁড়ায় ছিল গলদ
এক ঘরেতে দেহের পূজা সুদূর প্রাণের বসত।
অজস্র বার চেয়ে বিন্দু মাত্র পেয়ে,
হারিয়ে আবার বসে থাকা পথ পাণে চেয়ে।
আলোর পিছে আঁধার ফিরে আসে আবার,
অঝর ধারায় ঝরিয়ে শেষে রচে প্রীতির কবর।
আনন্দ পরবাসী তবু মুখে হাসি,
লোক দেখানো সুখে ভেতর ব্যথায় বানে ভাসি।
প্রীতির মোহে মরা আর হৃদয় উজাড় করা,
ছাড়তে হবে প্রেমের তরে ক্ষণিক তরের ধরা।
পাক না পরিত্রাণ দেহের উপাখ্যান,
সখার লাগি আত্মত্যাগী দুঃখের জলে স্নান।
একই সুত্রে গাঁথা আনন্দ আর ব্যথা,
একে অন্যের ধার ধারে না তেমন সত্য কথা।
সদ্য ঝরা ফুল স্রোতে ভাঙা কূল,
সবার মনে লুকিয়ে রাখে ব্যথা অপ্রতুল।
জীবন চলার গতি দুঃখ সুখে ব্রতী,
সুখ গুলো তাই ভাসতে দুঃখে পেয়েছে সম্মতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ২৭/০৫/২০১৮ভালো লাগল।
-
তরুণ কান্তি ২৭/০৫/২০১৮সুন্দর অনুভূতির প্রকাশ দহনে ।