দ্বিতীয় সুযোগ
রহস্য ভেদ করে আকাশ পাতাল ঘুরে
নিজের চোখে আমি দেখেছি,
সত্য গেছে মরে কষ্টে নিজ ঘরে
খোঁজ নিয়ে যতটুকু জেনেছি।
মৃত ব্যাক্তির সাথে কথা হয় প্রতি রাতে
চায় সে আবার ফিরে আসতে,
মিথ্যাকে চেপে ধরে সত্য আপন করে
পৃথিবীকে চায় ভালবাসতে।
নিঃস্ব অচল লোক তার মন ভরা শোক
থাকলে অর্থের শক্তি,
মানুষের সেবা করে গরীবের প্রাণ ভরে
কষ্টকে দেওয়া যেত মুক্তি।
সে জনেই পেয়ে ধন আরো পেতে চায় মন
কেড়ে নেয় অন্যের অন্ন,
সাধারণের অন্তর তার ভয়ে থরথর
মানুষকে মনে করে পন্য।
সৃষ্টির কি বিধান পুণ্যের গাই গান
ধোঁকাবাজি করে শুধু মানুষেই,
পরশ্রীকাতরতা অন্যকে দিতে ব্যাথা
উত্তম মানুষের জুড়ি নেই।
সেই মৃত ব্যাক্তি রোজ তোলে উক্তি
নে রে ভাই আমাকে ফেরায়ে,
সত্যের চাষ করে সকলের প্রাণ ভরে
পৃথিবীটা দেবো সুখে ভরায়ে।
সৃষ্টির লীলা কয় কথা শুনে লাগে ভয়
সেটা হবে আরো বড় দুর্ভোগ,
যে যেমন জাত পায় সে তেমন রয়ে যায়
লাভ নেই দিয়ে তারে এ সুযোগ।
নিজের চোখে আমি দেখেছি,
সত্য গেছে মরে কষ্টে নিজ ঘরে
খোঁজ নিয়ে যতটুকু জেনেছি।
মৃত ব্যাক্তির সাথে কথা হয় প্রতি রাতে
চায় সে আবার ফিরে আসতে,
মিথ্যাকে চেপে ধরে সত্য আপন করে
পৃথিবীকে চায় ভালবাসতে।
নিঃস্ব অচল লোক তার মন ভরা শোক
থাকলে অর্থের শক্তি,
মানুষের সেবা করে গরীবের প্রাণ ভরে
কষ্টকে দেওয়া যেত মুক্তি।
সে জনেই পেয়ে ধন আরো পেতে চায় মন
কেড়ে নেয় অন্যের অন্ন,
সাধারণের অন্তর তার ভয়ে থরথর
মানুষকে মনে করে পন্য।
সৃষ্টির কি বিধান পুণ্যের গাই গান
ধোঁকাবাজি করে শুধু মানুষেই,
পরশ্রীকাতরতা অন্যকে দিতে ব্যাথা
উত্তম মানুষের জুড়ি নেই।
সেই মৃত ব্যাক্তি রোজ তোলে উক্তি
নে রে ভাই আমাকে ফেরায়ে,
সত্যের চাষ করে সকলের প্রাণ ভরে
পৃথিবীটা দেবো সুখে ভরায়ে।
সৃষ্টির লীলা কয় কথা শুনে লাগে ভয়
সেটা হবে আরো বড় দুর্ভোগ,
যে যেমন জাত পায় সে তেমন রয়ে যায়
লাভ নেই দিয়ে তারে এ সুযোগ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাজী জুবেরী মোস্তাক ১৭/০৮/২০১৮ভালো লাগলো
-
মধু মঙ্গল সিনহা ১৭/০৮/২০১৮ভাল লেগেছে। ধন্যবাদ