দিগন্ত
সুদূর দিগন্তে দৃষ্টি পড়তেই
অন্তরে ভেসে ওঠে
অদ্ভুদ প্রকৃতির প্রতিচ্ছবি।
মেঘের বজ্রধ্বনি
চমকে দেয় বারবার
স্বপ্নীল সে প্রতিচ্ছবিকে।
ছুটন্ত কালোমেঘের সারি
আড়াল করে রাখে
চাঁদের উজ্জল আলোকে
তারই গহীনে প্রবাহিত হয়
পথহারা স্বপ্নের
স্বচ্ছ স্রোতধারা।
আকাশটা পথভূলে
দিগন্তে চেয়ে রয়,
নিজ বুকে রংধনু একে নেয়
কখন যে আনমনে।
পাখিদের কলরবে
হেসে ওঠে সূর্য ,
তীব্র স্রোত এসে
চোরাবালু ধুয়ে নেয়।
জাগতিক চিন্তারা
ঘুমন্ত যেন আজ,
শক্তির প্রয়োজনে
প্রকৃতির ব্যবহার।
ঝড়ো হাওয়া থেমে গেলে
ডালে বসা পাখিটা
স্বপ্নে বুক বাঁধে
যেন ঘর খুঁজে পায়।
ফসলের মৃদু ঘ্রাণ
বাতাসেরা গায়ে মেখে,
অবিরত ছুটে চলে
দিগন্ত চেয়ে রয়।
অন্তরে ভেসে ওঠে
অদ্ভুদ প্রকৃতির প্রতিচ্ছবি।
মেঘের বজ্রধ্বনি
চমকে দেয় বারবার
স্বপ্নীল সে প্রতিচ্ছবিকে।
ছুটন্ত কালোমেঘের সারি
আড়াল করে রাখে
চাঁদের উজ্জল আলোকে
তারই গহীনে প্রবাহিত হয়
পথহারা স্বপ্নের
স্বচ্ছ স্রোতধারা।
আকাশটা পথভূলে
দিগন্তে চেয়ে রয়,
নিজ বুকে রংধনু একে নেয়
কখন যে আনমনে।
পাখিদের কলরবে
হেসে ওঠে সূর্য ,
তীব্র স্রোত এসে
চোরাবালু ধুয়ে নেয়।
জাগতিক চিন্তারা
ঘুমন্ত যেন আজ,
শক্তির প্রয়োজনে
প্রকৃতির ব্যবহার।
ঝড়ো হাওয়া থেমে গেলে
ডালে বসা পাখিটা
স্বপ্নে বুক বাঁধে
যেন ঘর খুঁজে পায়।
ফসলের মৃদু ঘ্রাণ
বাতাসেরা গায়ে মেখে,
অবিরত ছুটে চলে
দিগন্ত চেয়ে রয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ১০/০৪/২০১৮অসাধারণ কাব্য ধারা।
-
সাঁঝের তারা ১০/০৪/২০১৮অনন্য
-
এম ডি সবুজ ১০/০৪/২০১৮সুন্দর কাব্য ।