দ্বিচারিণী
আগলে রাখতে চেয়েছি যাকে হৃদয়ে সঙ্গোপনে,
সেই আপনই চলে গিয়েছে খুশী আপন মনে।
শুকনো ফুলের সুবাস নেবার করলে ব্যর্থ চেষ্টা,
না পান করে দেখলে শুধু মিটবে কি আর তেষ্টা?
গোঁড়ায় গলদ কলুর বলদ আমায় বানিয়ে,
বিচক্ষণ সে সরে গিয়েছে নিজের স্বার্থ নিয়ে।
ঘুনাক্ষরেও বুঝতে পারিনি করছে ব্যবহার,
কেমনে জানব উপরে মধু বিষে ভরা তার ভেতর?
পঞ্চমির ওই ছাঁদের মত বাকা মধুর হাসি,
বুঝতাম যদি কান্না হয়ে পরাবে গলায় ফাঁসি।
তবে আমি আস্তে করে দূরে সরে যেতাম,
গহীন বনের জীব জানোয়ার সঙ্গী করে নিতাম।
কিছু কিছু মানুষ থেকেও পশু অনেক ভাল,
অনিষ্ট তার করতে চায়না যার নুন ভাত খেল।
মুক্ত আকাশ মেঘের সারি স্বাধীন ঘুরে বেড়ায়,
দহন আমায় করল বন্দী বেদনা শুধু বাড়ায়।
অবিচ্ছেদ্য অংশ ছিল এখন শুধুই পর,
পর শুধু নয় হত্যাকারী আমার এ অন্তর।
পাও যদি কেউ তোমরা তাকে বলবে একটা কথা,
কতটা সুখী হয়েছে সে আমায় দিয়ে ব্যথা।
সেই আপনই চলে গিয়েছে খুশী আপন মনে।
শুকনো ফুলের সুবাস নেবার করলে ব্যর্থ চেষ্টা,
না পান করে দেখলে শুধু মিটবে কি আর তেষ্টা?
গোঁড়ায় গলদ কলুর বলদ আমায় বানিয়ে,
বিচক্ষণ সে সরে গিয়েছে নিজের স্বার্থ নিয়ে।
ঘুনাক্ষরেও বুঝতে পারিনি করছে ব্যবহার,
কেমনে জানব উপরে মধু বিষে ভরা তার ভেতর?
পঞ্চমির ওই ছাঁদের মত বাকা মধুর হাসি,
বুঝতাম যদি কান্না হয়ে পরাবে গলায় ফাঁসি।
তবে আমি আস্তে করে দূরে সরে যেতাম,
গহীন বনের জীব জানোয়ার সঙ্গী করে নিতাম।
কিছু কিছু মানুষ থেকেও পশু অনেক ভাল,
অনিষ্ট তার করতে চায়না যার নুন ভাত খেল।
মুক্ত আকাশ মেঘের সারি স্বাধীন ঘুরে বেড়ায়,
দহন আমায় করল বন্দী বেদনা শুধু বাড়ায়।
অবিচ্ছেদ্য অংশ ছিল এখন শুধুই পর,
পর শুধু নয় হত্যাকারী আমার এ অন্তর।
পাও যদি কেউ তোমরা তাকে বলবে একটা কথা,
কতটা সুখী হয়েছে সে আমায় দিয়ে ব্যথা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহারিয়ার ইমন ০৯/০৫/২০১৮সুন্দর অভিপ্রকাশ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৯/০৫/২০১৮Fine