ধনীর কান্না
অন্যের বেদনা
কেউ আজ বোঝেনা,
সুখ গেছে হারিয়ে
কেউ যেন খোজেনা।
অর্থের পেছনে
ছোটে আজ সকলে,
পয়সা হলে নাকি
সহজে সুখ মেলে।
দেখেছোকি কখনও
ধনীদের কাঁদতে?
শান্তির আশাতে
ভিক্ষুক সাজতে?
সোনা দানা ছিটিয়ে
উর্বর চারিপাশ,
চাই শুধু জীবনে
সামান্য উচ্ছাস।
সুখ পেতে কখনও
দরিদ্র হতে চায়,
যন্ত্রণা ভরা ধনে
স্বপ্নই রয়ে যায়।
কেউ আজ বোঝেনা,
সুখ গেছে হারিয়ে
কেউ যেন খোজেনা।
অর্থের পেছনে
ছোটে আজ সকলে,
পয়সা হলে নাকি
সহজে সুখ মেলে।
দেখেছোকি কখনও
ধনীদের কাঁদতে?
শান্তির আশাতে
ভিক্ষুক সাজতে?
সোনা দানা ছিটিয়ে
উর্বর চারিপাশ,
চাই শুধু জীবনে
সামান্য উচ্ছাস।
সুখ পেতে কখনও
দরিদ্র হতে চায়,
যন্ত্রণা ভরা ধনে
স্বপ্নই রয়ে যায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ১২/০৭/২০১৮দারুণ সুন্দর অনুভূতির কবিতা উপহার দিলেন ।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১২/০৭/২০১৮সুন্দর হয়েছে প্রিয়