ধৈর্য
সীমা অতিক্রম করিও না
ভুলেও পার হয়োনা জীবনের গণ্ডী।
ঠিক সে পর্যন্তই যাও
যেখান থেকে ফিরতে পারো নিরাপদে।
সীমাহীন গতি বড়ই ভয়ঙ্কর
করে তোলে নিয়ন্ত্রনহীন।
অতিরঞ্জিত সকল কিছুই
বিধ্বংসী পরিস্থিতির জনক।
সীমাহীন ধৈর্য ধারণের মানসিকতা
পরিণত হয় পরম শান্তিতে।
সীমাবদ্ধতা পথ প্রশস্থ করে সংশোধনের
খুলে দেয় সম্প্রীতির পবিত্র দুয়ার।
পরিস্থিতি সামলানোর নির্ভূলতম কৌশল
শুধুমাত্র সীমাবদ্ধতাতেই নিহিত।
পর্যবেক্ষণের নিগুড় অভিজ্ঞতা
জলাঞ্জলি দেয় ধৈর্যের অনুভূতিকে।
পরাস্থতার প্রতিহিংসা নিঃশেষ হয়ে যায়
নিয়ন্ত্রিত সীমানার অভ্যন্তরে।
অতিক্রমের মানসিকতা
মেতে ওঠে জাগতিক ধ্বংসলীলায়।
ভুলেও পার হয়োনা জীবনের গণ্ডী।
ঠিক সে পর্যন্তই যাও
যেখান থেকে ফিরতে পারো নিরাপদে।
সীমাহীন গতি বড়ই ভয়ঙ্কর
করে তোলে নিয়ন্ত্রনহীন।
অতিরঞ্জিত সকল কিছুই
বিধ্বংসী পরিস্থিতির জনক।
সীমাহীন ধৈর্য ধারণের মানসিকতা
পরিণত হয় পরম শান্তিতে।
সীমাবদ্ধতা পথ প্রশস্থ করে সংশোধনের
খুলে দেয় সম্প্রীতির পবিত্র দুয়ার।
পরিস্থিতি সামলানোর নির্ভূলতম কৌশল
শুধুমাত্র সীমাবদ্ধতাতেই নিহিত।
পর্যবেক্ষণের নিগুড় অভিজ্ঞতা
জলাঞ্জলি দেয় ধৈর্যের অনুভূতিকে।
পরাস্থতার প্রতিহিংসা নিঃশেষ হয়ে যায়
নিয়ন্ত্রিত সীমানার অভ্যন্তরে।
অতিক্রমের মানসিকতা
মেতে ওঠে জাগতিক ধ্বংসলীলায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ১৩/০৪/২০১৮অনেক ,, সুন্দর লিখেছেন; ধন্যবাদ!
-
স্বপন রোজারিও (মাইকেল) ১২/০৪/২০১৮সুন্দর