ধারা আর নিধি মনি
ধারা মনি নিধি মনি,
ছোট দুটি সোনার খনি।
বাবা মার জান প্রাণ,
এই দুটি সন্তান।
ধারা বেশ মিষ্টি,
মায়াবি দৃষ্টি।
ধরে না সে বায়না,
যা তা খায় না।
পড়াশোনা খুব ভালো,
চুল কুচ কুচে কালো।
মা কে সে জ্বালায় কম,
কথা বলে নিয়ে দম।
রোজ স্কুলে যায়,
সবগুলো পড়া দেয়।
বাড়িতে ও পড়ে বেশ,
অংক ও করে শেষ।
মাকে হেল্প করে রোজ,
নিধি টার নেয় খোঁজ।
বাবাকে পেলে আর,
কিছুই লাগে না তাঁর।
দুষ্টু হল নিধি,
রাখা দায় তাকে বাঁধি।
কিছু খেতে চায় না,
ধরে শুধু বায়না।
অফিস হতে বাবা এলে,
ডোনাট সে না পেলে।
হয়ে যায় মুখ ভার,
কথাই বলে না আর!
সারা ঘর খেলনায়,
ছড়িয়ে স্রোত বয়।
দিন যায় গোছাতে,
ধারা যায় বোঝাতে।
নিধি ধরে দেয় মার,
ছোটাছুটি সারা ঘর।
মাঝে মাঝে খুব মিল,
খেলে হাসে খিল খিল।
না হলে বনাবনি,
চুল ধরে টানাটানি।
মাঝে মাঝে কানাকানি,
ধারা আর নিধি মনি।
ছোট দুটি সোনার খনি।
বাবা মার জান প্রাণ,
এই দুটি সন্তান।
ধারা বেশ মিষ্টি,
মায়াবি দৃষ্টি।
ধরে না সে বায়না,
যা তা খায় না।
পড়াশোনা খুব ভালো,
চুল কুচ কুচে কালো।
মা কে সে জ্বালায় কম,
কথা বলে নিয়ে দম।
রোজ স্কুলে যায়,
সবগুলো পড়া দেয়।
বাড়িতে ও পড়ে বেশ,
অংক ও করে শেষ।
মাকে হেল্প করে রোজ,
নিধি টার নেয় খোঁজ।
বাবাকে পেলে আর,
কিছুই লাগে না তাঁর।
দুষ্টু হল নিধি,
রাখা দায় তাকে বাঁধি।
কিছু খেতে চায় না,
ধরে শুধু বায়না।
অফিস হতে বাবা এলে,
ডোনাট সে না পেলে।
হয়ে যায় মুখ ভার,
কথাই বলে না আর!
সারা ঘর খেলনায়,
ছড়িয়ে স্রোত বয়।
দিন যায় গোছাতে,
ধারা যায় বোঝাতে।
নিধি ধরে দেয় মার,
ছোটাছুটি সারা ঘর।
মাঝে মাঝে খুব মিল,
খেলে হাসে খিল খিল।
না হলে বনাবনি,
চুল ধরে টানাটানি।
মাঝে মাঝে কানাকানি,
ধারা আর নিধি মনি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৯/২০১৮ভালো।