ধারা
নিজেদের প্রয়োজনে
কোথায় না ছুটে যাও,
আমাদের জন্য
সময় আর কই পাও।
চাকরী ব্যবসায়
সদা থাকো ব্যস্ত,
অন্যের উপরে
করে দিয়ে ন্যাস্ত।
অর্থের বিনিময়ে
সবকিছু পেতে আজ
কত শত রূপ নাও
ভূলে যাও দ্বিধা লাজ।
টাকা কড়ি চাহিদা
এগুলোই সব নয়,
এক ফোঁটা অশ্রু
জানো কত কথা কয়?
সমাদর পেতে যদি
পাতি এই দুটি হাত,
তাঁর চেয়ে ঢের ভালো
সওয়া ঘাত প্রতিঘাত।
তোমাদের আয়োজনে
বাদ পড়ি আমরা,
কত শত সুবাসে
ভরে যায় কামরা।
কোথা থেকে এসেছো
কখনো কি ভেবেছো?
কার হাতে হাত রেখে
পথ চলা শিখেছ!
সে সময় দূরে নয়
তুমি পাবে এই দিন,
হয়তো বা একই ধারা
রয়ে যাবে চিরদিন।
কোথায় না ছুটে যাও,
আমাদের জন্য
সময় আর কই পাও।
চাকরী ব্যবসায়
সদা থাকো ব্যস্ত,
অন্যের উপরে
করে দিয়ে ন্যাস্ত।
অর্থের বিনিময়ে
সবকিছু পেতে আজ
কত শত রূপ নাও
ভূলে যাও দ্বিধা লাজ।
টাকা কড়ি চাহিদা
এগুলোই সব নয়,
এক ফোঁটা অশ্রু
জানো কত কথা কয়?
সমাদর পেতে যদি
পাতি এই দুটি হাত,
তাঁর চেয়ে ঢের ভালো
সওয়া ঘাত প্রতিঘাত।
তোমাদের আয়োজনে
বাদ পড়ি আমরা,
কত শত সুবাসে
ভরে যায় কামরা।
কোথা থেকে এসেছো
কখনো কি ভেবেছো?
কার হাতে হাত রেখে
পথ চলা শিখেছ!
সে সময় দূরে নয়
তুমি পাবে এই দিন,
হয়তো বা একই ধারা
রয়ে যাবে চিরদিন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ রোকনুজ্জামান রীপন ১৭/০৪/২০১৮অসাধারণ কবিতা শুভেচ্ছা রইল
-
মোঃ ফাহাদ আলী ১৭/০৪/২০১৮প্রিয় কবি আরও কাব্যিক হওয়া চাই। শুভকামনা রইল।