দেহের সাথে প্রেম
কি হচ্ছে আজ প্রেমের নামে?
বিলায় দেহ মনের দামে।
নোংরামিতে হয় বদনাম,
লজ্জা শরম হল নিলাম।
মনে প্রেমের ভাব লেগেছে,
কাছে পাবার স্বাধ জেগেছে।
বিবেক বুদ্ধি লজ্জা ধুয়ে,
গেল জগৎ নোংরা হয়ে।
পবিত্রতার রইল কি দাম?
পূণ্য ছুয়ে পাপী হলাম!
যা কিছু সব বিলিয়ে দিলাম,
বিলীন হল প্রেমের সুনাম!
এক ফুল থেকে অন্য ফুলে,
উড়লে নিয়ম নীতি ভুলে।
ধর্ম সমাজ ধিক্কার দেয়,
সামনে দাঁড়ায় কঠিন সময়।
মনের দামে খুঁজলে দেহ,
করলে পাপের আদর স্নেহ।
করার মত করিনি কিছুই,
প্রেমের নামে তাই দেহ ছুঁই।
বিলায় দেহ মনের দামে।
নোংরামিতে হয় বদনাম,
লজ্জা শরম হল নিলাম।
মনে প্রেমের ভাব লেগেছে,
কাছে পাবার স্বাধ জেগেছে।
বিবেক বুদ্ধি লজ্জা ধুয়ে,
গেল জগৎ নোংরা হয়ে।
পবিত্রতার রইল কি দাম?
পূণ্য ছুয়ে পাপী হলাম!
যা কিছু সব বিলিয়ে দিলাম,
বিলীন হল প্রেমের সুনাম!
এক ফুল থেকে অন্য ফুলে,
উড়লে নিয়ম নীতি ভুলে।
ধর্ম সমাজ ধিক্কার দেয়,
সামনে দাঁড়ায় কঠিন সময়।
মনের দামে খুঁজলে দেহ,
করলে পাপের আদর স্নেহ।
করার মত করিনি কিছুই,
প্রেমের নামে তাই দেহ ছুঁই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ০৩/০৬/২০১৮দারুণ সুন্দর একটা লেখা পড়লাম। শুভেচ্ছা রইল নিরন্তর
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৩/০৬/২০১৮আহা প্রেম!!!!
-
রবিউল হাসান ০২/০৬/২০১৮সমাজের বাস্তব চিত্র।
-
সাইদ খোকন নাজিরী ০২/০৬/২০১৮খুব ভাল লাগল! তবুও শেষের প্যারার প্রথম লাইনটি দেখে নিবেন।
-
আব্দুল হক ০১/০৬/২০১৮বেশ ভালো লাগল।