দারিদ্র
সব ছিল একদিন আজ কিছু নেই,
তবু যেন মনে হয় হাত ভরে দেই।
থাকতে বুঝিনি আমি ধনে কি মর্ম,
অভাব বোঝেনা যেন জাতি বা ধর্ম।
চেয়ে লোকে ফিরে গেছে হয়নি এমন,
দেওয়াতে কি সুখ আছে বুঝিনি তখন।
নিঃস্বের মুখোমুখি না হলে আজ,
অজানাই রয়ে যেত অভাবের সাজ।
দু হাতে কুড়িয়ে ধন রেখে ঘর ভরে,
তবু দুটি হাত পাতি আজ পর তরে।
একটু সুখ পেতে বদলে স্বভাব,
দরজায় দাঁড়িয়েছে আবার অভাব।
কোনোভাবে পারিনি শুধরাতে ভুল,
ধন দিয়ে মেলেনি সুখ এক চুল।
পথে পথে হেঁটেছি ব্যাথা নিয়ে একা,
বদলাতে পারিনি ভাগ্যের লেখা।
গরীব হয়ে জন্মে দোষ নেই তাতে,
মৃত্যু যদি হয় দারিদ্রের সাথে।
সেটা হল বড় দোষ হয়না যা শোধন,
অপচয়ে মেতে আজ অরণ্যে রোদন।
সুযোগ আসে জীবনে শুধু একবার,
স্বেচ্ছায় সে সুযোগে মেনে নিলে হার।
জোর করে ভাগ্য সব কেঁড়ে নেবে,
আমাকে আমি ছাড়া কে গড়ে দেবে?
দারিদ্র ছিল আছে থেকে যাবে ভবে,
চেষ্টার জয় দিয়ে ধনী হতে হবে।
হোক সে অর্থে কিবা সত্ত্বায়,
দারিদ্র ধনে নয় মনে শোভা পায়।
তবু যেন মনে হয় হাত ভরে দেই।
থাকতে বুঝিনি আমি ধনে কি মর্ম,
অভাব বোঝেনা যেন জাতি বা ধর্ম।
চেয়ে লোকে ফিরে গেছে হয়নি এমন,
দেওয়াতে কি সুখ আছে বুঝিনি তখন।
নিঃস্বের মুখোমুখি না হলে আজ,
অজানাই রয়ে যেত অভাবের সাজ।
দু হাতে কুড়িয়ে ধন রেখে ঘর ভরে,
তবু দুটি হাত পাতি আজ পর তরে।
একটু সুখ পেতে বদলে স্বভাব,
দরজায় দাঁড়িয়েছে আবার অভাব।
কোনোভাবে পারিনি শুধরাতে ভুল,
ধন দিয়ে মেলেনি সুখ এক চুল।
পথে পথে হেঁটেছি ব্যাথা নিয়ে একা,
বদলাতে পারিনি ভাগ্যের লেখা।
গরীব হয়ে জন্মে দোষ নেই তাতে,
মৃত্যু যদি হয় দারিদ্রের সাথে।
সেটা হল বড় দোষ হয়না যা শোধন,
অপচয়ে মেতে আজ অরণ্যে রোদন।
সুযোগ আসে জীবনে শুধু একবার,
স্বেচ্ছায় সে সুযোগে মেনে নিলে হার।
জোর করে ভাগ্য সব কেঁড়ে নেবে,
আমাকে আমি ছাড়া কে গড়ে দেবে?
দারিদ্র ছিল আছে থেকে যাবে ভবে,
চেষ্টার জয় দিয়ে ধনী হতে হবে।
হোক সে অর্থে কিবা সত্ত্বায়,
দারিদ্র ধনে নয় মনে শোভা পায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৩/০৮/২০১৮খুব সুন্দর ...
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৮/২০১৮দরিদ্রতা দূর হোক।
-
মধু মঙ্গল সিনহা ২২/০৮/২০১৮বেশ মজার চরম বাস্তবতা