দাওনা বলে
দাওনা বলে মনের কথা, বলব না কাউকে,
প্রাণের আপন ভাবতে পারো, তুমি আমাকে।
যত্ন করে রাখতে পারো, মনের মণি কোঠায়,
কোন দিন ও করব না পর, আমি ওগো তোমায়।
ওই সাগরের গহীন হতে, মুক্ত এনে দেবো,
এই পৃথিবীর সবই ছেড়ে, তোমার হয়ে রবো।
এনে দেবো চাঁদের আলো, মাখবে তুমি গায়,
শুধু ও মন আমার প্রেমে, সাড়া যদি দেয়।
ভিন্ন গ্রহে বাঁধবো বাসা, তুমি আমি মিলে,
তোমায় দেখে খুশী হয়ে, মেঘরা যাবে গলে।
প্রখর রোদের তাপে যখন, তুমি আমি ঘেমে,
ভালোবাসার বৃষ্টি দেখবে, আসবে হঠাৎ নেমে।
অশ্রু যদি নেমে আসে, তোমার ডাগর চোখে,
সকল কষ্ট ভুলিয়ে দেবো, জড়িয়ে এই বুকে।
লক্ষ কোটি লোকের মাঝে, একলা মনে হলে,
সকল বাঁধা পেরিয়ে এসো, আমার কাছে চলে।
আকাশ যদি মেঘে ঢাকে, চাঁদ যদি না ওঠে,
এই পৃথিবী চাইবে নিতে, তোমার আলো লুটে।
তখন আমি প্রহরী হয়ে, আগলে রাখবো তোমায়,
দাওনা বলে মনের কথা, আস্তে করে আমায়।
অধীর আমার প্রাণটা শুনতে, তোমার মিষ্টি বুলি,
জানবে না কেউ দাও গো বলে, মনের কথা গুলি।
দাওনা বলে লজ্জা ফেলে, জানবে না তা কেউ,
জীবন নদে উঠবে ভীষণ, ভালোবাসার ঢেউ।
প্রাণের আপন ভাবতে পারো, তুমি আমাকে।
যত্ন করে রাখতে পারো, মনের মণি কোঠায়,
কোন দিন ও করব না পর, আমি ওগো তোমায়।
ওই সাগরের গহীন হতে, মুক্ত এনে দেবো,
এই পৃথিবীর সবই ছেড়ে, তোমার হয়ে রবো।
এনে দেবো চাঁদের আলো, মাখবে তুমি গায়,
শুধু ও মন আমার প্রেমে, সাড়া যদি দেয়।
ভিন্ন গ্রহে বাঁধবো বাসা, তুমি আমি মিলে,
তোমায় দেখে খুশী হয়ে, মেঘরা যাবে গলে।
প্রখর রোদের তাপে যখন, তুমি আমি ঘেমে,
ভালোবাসার বৃষ্টি দেখবে, আসবে হঠাৎ নেমে।
অশ্রু যদি নেমে আসে, তোমার ডাগর চোখে,
সকল কষ্ট ভুলিয়ে দেবো, জড়িয়ে এই বুকে।
লক্ষ কোটি লোকের মাঝে, একলা মনে হলে,
সকল বাঁধা পেরিয়ে এসো, আমার কাছে চলে।
আকাশ যদি মেঘে ঢাকে, চাঁদ যদি না ওঠে,
এই পৃথিবী চাইবে নিতে, তোমার আলো লুটে।
তখন আমি প্রহরী হয়ে, আগলে রাখবো তোমায়,
দাওনা বলে মনের কথা, আস্তে করে আমায়।
অধীর আমার প্রাণটা শুনতে, তোমার মিষ্টি বুলি,
জানবে না কেউ দাও গো বলে, মনের কথা গুলি।
দাওনা বলে লজ্জা ফেলে, জানবে না তা কেউ,
জীবন নদে উঠবে ভীষণ, ভালোবাসার ঢেউ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।