দাবানল
প্রয়োজন ছিল বলে কাছে ছুটে গিয়েছি,
মেঘ না চাইতেই বৃষ্টিকে পেয়েছি।
কত ভাণ ভনিতা করেছিলে রপ্ত,
জানত কে শান্তি অতি সংক্ষিপ্ত।
আশা যার ভেঙে যায় তার বুকে হাহাকার,
হৃদয়ের ক্ষত গুলো জ্বালা দেয় বার বার।
প্রেমের এই যুদ্ধে জয় পরাজয় নেই,
সব কিছু চুরমার নিজের অজান্তেই।
এক ফোটা বৃষ্টির আশায় আজ কাঁদে বুক,
অচেনা মনে হয় চিরচেনা সেই মুখ।
নতুন এক সাজেতে নতুন এক শয্যায়,
নতুন এক সঙ্গীর ছায়াতলে তুমি হায়!
শান্তির উষ্ণতা কে দেবে আজ আমাকে?
আর ছুটে যাই না বাঁধা দেয় বিবেকে।
হেলে গেছে সূর্য এই রাত হল প্রায়,
বৃষ্টিতে ভিজেও এ জীবন জ্বালাময়।
প্রয়োজন আছে বলে দূরে সরে গিয়েছ,
হয়তো বা ভুল করে এ আগুন জ্বেলেছ।
ধীরে ধীরে বাড়ছেই জালিয়েছ যে অনল
বুঝিনি কখন সে হয়ে গেছে দাবানল।
মেঘ না চাইতেই বৃষ্টিকে পেয়েছি।
কত ভাণ ভনিতা করেছিলে রপ্ত,
জানত কে শান্তি অতি সংক্ষিপ্ত।
আশা যার ভেঙে যায় তার বুকে হাহাকার,
হৃদয়ের ক্ষত গুলো জ্বালা দেয় বার বার।
প্রেমের এই যুদ্ধে জয় পরাজয় নেই,
সব কিছু চুরমার নিজের অজান্তেই।
এক ফোটা বৃষ্টির আশায় আজ কাঁদে বুক,
অচেনা মনে হয় চিরচেনা সেই মুখ।
নতুন এক সাজেতে নতুন এক শয্যায়,
নতুন এক সঙ্গীর ছায়াতলে তুমি হায়!
শান্তির উষ্ণতা কে দেবে আজ আমাকে?
আর ছুটে যাই না বাঁধা দেয় বিবেকে।
হেলে গেছে সূর্য এই রাত হল প্রায়,
বৃষ্টিতে ভিজেও এ জীবন জ্বালাময়।
প্রয়োজন আছে বলে দূরে সরে গিয়েছ,
হয়তো বা ভুল করে এ আগুন জ্বেলেছ।
ধীরে ধীরে বাড়ছেই জালিয়েছ যে অনল
বুঝিনি কখন সে হয়ে গেছে দাবানল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নুরনবী সরকার ০৯/০৭/২০১৮অসাধারন
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৭/২০১৮জীবনযন্ত্রণার চিত্র।
-
রাশেদ খাঁন ০৮/০৭/২০১৮দাবানল... বেশ সুন্দর...