চাইনা এ আলো
আলোকে দেখেছি আমি নিভৃতে কাঁদতে,
নিজেকে চেয়েছে সে আঁধারেতে ঢাকতে!
আলো জলা রাত্রিতে শুনি কত চীৎকার,
আঁধারে লুকিয়ে তাই প্রচেষ্টা বাঁচবার!
আঁধারে বসত করি আলো ভালোবাসিনা,
আলোতে অঙ্গ জ্বলে আর আলো জেলোনা!
ওই আলোয় ধর্ষণ যায় মান সম্মান,
খুনে লাল রাজপথ সরলের বলিদান!
আলো জ্বেলে লুটপাট মাদকের বন্যা,
দেহ বেঁচে জীবিকা যোগায় সুকন্যা!
ডাক্তার বেঁচে রোগীর অঙ্গ প্রত্যঙ্গ,
ওই আলোতে এ ভুবন হয়েছে উলঙ্গ!
এ আলোতে পরকীয়া রেখে শিশু সন্তান,
অন্যের হাত ধরে বেহায়া মা গায় গান!
অবাধে মানুষ মেরে কেউ খুঁজে ফেরে সুখ,
এই আলোয় ফেটে যায় ছেলে হারা মার বুক!
কত শত প্রতারনা আলো জেলে হয় আজ,
মনে হয় আলো দেখে আঁধারেও পায় লাজ।
যে আলোয় অপরাধ চাইনা সে আলো,
তাঁর চেয়ে ক্ষতিহীন আঁধার আরো ভালো।
নিজেকে চেয়েছে সে আঁধারেতে ঢাকতে!
আলো জলা রাত্রিতে শুনি কত চীৎকার,
আঁধারে লুকিয়ে তাই প্রচেষ্টা বাঁচবার!
আঁধারে বসত করি আলো ভালোবাসিনা,
আলোতে অঙ্গ জ্বলে আর আলো জেলোনা!
ওই আলোয় ধর্ষণ যায় মান সম্মান,
খুনে লাল রাজপথ সরলের বলিদান!
আলো জ্বেলে লুটপাট মাদকের বন্যা,
দেহ বেঁচে জীবিকা যোগায় সুকন্যা!
ডাক্তার বেঁচে রোগীর অঙ্গ প্রত্যঙ্গ,
ওই আলোতে এ ভুবন হয়েছে উলঙ্গ!
এ আলোতে পরকীয়া রেখে শিশু সন্তান,
অন্যের হাত ধরে বেহায়া মা গায় গান!
অবাধে মানুষ মেরে কেউ খুঁজে ফেরে সুখ,
এই আলোয় ফেটে যায় ছেলে হারা মার বুক!
কত শত প্রতারনা আলো জেলে হয় আজ,
মনে হয় আলো দেখে আঁধারেও পায় লাজ।
যে আলোয় অপরাধ চাইনা সে আলো,
তাঁর চেয়ে ক্ষতিহীন আঁধার আরো ভালো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মেহেদী হাসান (নয়ন) ৩০/০১/২০১৯বাহ অসাধারণ
-
দীপঙ্কর বেরা ২৫/০১/২০১৯বাহ
দারুণ হয়েছে -
আব্দুল হক ২৪/০১/২০১৯বেশ সুন্দর হয়েছে।