ছন্নছাড়া
কোথায় আছে গুপ্ত ধন
আজো পায়নি খুঁজে,
গন্তব্য পার হয়ে যায়
হাঁটে দু চোখ বুজে।
তিন দিন ধরে অনাহারে
দাওয়াত খাবে বলে,
দাঁড়ি গুলো কেটে ফেলে
কলপ লাগায় চুলে।
ভোরে জাগে মুখ না ধুয়ে
ধরায় একটা বিড়ি,
শ্বাস কষ্ট আছে তাইতো
ভাঙতে চায় না সিঁড়ি।
দামী ব্রান্ডের জামা জুতো
ম্যাচ করে সে পরে,
চায়ের বিলতো বাকী রাখে
চাল ডাল নেই ঘরে।
ভাবখানা তাঁর কোটিপতি
পকেট গড়ের মাঠ,
সম্পদ শুধু ছেড়া কাঁথা
পায়া ভাঙা খাট।
লোনের টাকার ফুটানি তো
রয় না বেশী দিন,
দ্যাখে শুধু সুখ স্বপ্ন
আয় ইনকাম হীন।
আজো পায়নি খুঁজে,
গন্তব্য পার হয়ে যায়
হাঁটে দু চোখ বুজে।
তিন দিন ধরে অনাহারে
দাওয়াত খাবে বলে,
দাঁড়ি গুলো কেটে ফেলে
কলপ লাগায় চুলে।
ভোরে জাগে মুখ না ধুয়ে
ধরায় একটা বিড়ি,
শ্বাস কষ্ট আছে তাইতো
ভাঙতে চায় না সিঁড়ি।
দামী ব্রান্ডের জামা জুতো
ম্যাচ করে সে পরে,
চায়ের বিলতো বাকী রাখে
চাল ডাল নেই ঘরে।
ভাবখানা তাঁর কোটিপতি
পকেট গড়ের মাঠ,
সম্পদ শুধু ছেড়া কাঁথা
পায়া ভাঙা খাট।
লোনের টাকার ফুটানি তো
রয় না বেশী দিন,
দ্যাখে শুধু সুখ স্বপ্ন
আয় ইনকাম হীন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুন্সি আব্দুল কাদির ১৮/১২/২০১৮ভাল লাগল
-
সাইয়িদ রফিকুল হক ২১/১০/২০১৮ভালো হয়েছে।
-
সোহরাব রিপন ২১/১০/২০১৮sundor
-
অরন্য রানা ২১/১০/২০১৮সাম্প্রতিক অহমিকা
সুন্দর