www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছন্নছাড়া গণতন্ত্র

কে করবে আর এই সমাজের
লজ্জা সংবরণ,
নির্লজ্জরা করছে মানব
সম্প্রদায় নিয়ন্ত্রণ!

নিয়ম কানুন সঠিক ভাবে
চলছে আজ আর কই?
বঞ্চিতদের মুখের পানে
অবাক চেয়ে রই!

অসহ্য এক কঠিন সময়
করছি আমরা পার,
উপরওয়ালা জানেন কত
সইতে হবে আর!

দিন দুপুরে খুন হয়ে যায়
সরল সাংবাদিক,
আইন বলছে চলছি আমি
আমার নিয়ম মাফিক।

অধিকারের প্রশ্নে আমরা
সবাই নির্যাতিত,
নিরুপায় তাই মুখ বুজে রই
রাষ্ট্রের বুকে ক্ষত!

ছন্নছাড়া গণতন্ত্র
নিয়ম নীতি কই?
বিশ্বজুড়ে আম জনতা
একই জ্বালা সই!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৯/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast