ছন্নছাড়া গণতন্ত্র
কে করবে আর এই সমাজের
লজ্জা সংবরণ,
নির্লজ্জরা করছে মানব
সম্প্রদায় নিয়ন্ত্রণ!
নিয়ম কানুন সঠিক ভাবে
চলছে আজ আর কই?
বঞ্চিতদের মুখের পানে
অবাক চেয়ে রই!
অসহ্য এক কঠিন সময়
করছি আমরা পার,
উপরওয়ালা জানেন কত
সইতে হবে আর!
দিন দুপুরে খুন হয়ে যায়
সরল সাংবাদিক,
আইন বলছে চলছি আমি
আমার নিয়ম মাফিক।
অধিকারের প্রশ্নে আমরা
সবাই নির্যাতিত,
নিরুপায় তাই মুখ বুজে রই
রাষ্ট্রের বুকে ক্ষত!
ছন্নছাড়া গণতন্ত্র
নিয়ম নীতি কই?
বিশ্বজুড়ে আম জনতা
একই জ্বালা সই!
লজ্জা সংবরণ,
নির্লজ্জরা করছে মানব
সম্প্রদায় নিয়ন্ত্রণ!
নিয়ম কানুন সঠিক ভাবে
চলছে আজ আর কই?
বঞ্চিতদের মুখের পানে
অবাক চেয়ে রই!
অসহ্য এক কঠিন সময়
করছি আমরা পার,
উপরওয়ালা জানেন কত
সইতে হবে আর!
দিন দুপুরে খুন হয়ে যায়
সরল সাংবাদিক,
আইন বলছে চলছি আমি
আমার নিয়ম মাফিক।
অধিকারের প্রশ্নে আমরা
সবাই নির্যাতিত,
নিরুপায় তাই মুখ বুজে রই
রাষ্ট্রের বুকে ক্ষত!
ছন্নছাড়া গণতন্ত্র
নিয়ম নীতি কই?
বিশ্বজুড়ে আম জনতা
একই জ্বালা সই!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গোলাম আরিফ ২২/০৯/২০১৮বাস্তব সত্য। পুরো পৃথিবীর চিত্র।
-
Riktam Ghosh ২১/০৯/২০১৮বাস্তবকে তুলে ধরেছেন ছন্দে ছন্দে,পাঠে মুক্ধ হলাম, পাতায় আসার নিমন্ত্রণ রইল
-
মোঃ সাখাওয়াত হোসেন ২১/০৯/২০১৮বাহ!!! বেশ লিখেছেন।