ছলনার জাল
সহ্য করো ধৈর্য ধরো, করোনা অবহেলা,
আজ আছে যা কাল রবেনা, এমনি যাবে বেলা।
তোমার মুখের একটু হাসি, ওদের যোগায় খুশী,
অভ্যাস করো মানিয়ে নিতে, থাকতে পাশাপাশি।
তাদের আদর স্নেহে গড়া, মায়ার এ সংসার,
কেমনে পারো করতে তাদের, নিঠুর অত্যাচার?
এই তোমাদের রাখতে খুশী, সইল কত জ্বালা,
দোহাই লাগে তাদের তুমি, করনা অবহেলা!
বাড়তি বোঝা মনে করে, রাখলে বৃদ্ধাশ্রমে,
তবুওতো যায়নি তাদের, স্নেহ মায়া কমে।
রুগ্ন দেহে আশ্রমেতে, কষ্টে গভীর রাত,
খোদার তরে তোমার জন্য, তোলে সে দুই হাত।
প্রার্থনা করে তোমরা যেন, মহাসুখে থাকো,
বিনিময়ে তোমরা তাদের, কোন স্থানে রাখো?
বাবা মায়ের খুব আদরের, ছোট্ট খুকী খোকা,
বড় হয়ে আজকে তাদের, গেছিস ভুলে বোকা?
যাদের জন্য মানব জাতির, এই ভুবনে আসা,
সেই বাবা মা ভুলিয়ে দেয়, নয় সে ভালোবাসা।
জড়াসনে ছলনার জালে, দুই দিনের এই ভুবন,
বাবা মায়ের কষ্ট বুঝবি, বৃদ্ধ হবি যখন!
আজ আছে যা কাল রবেনা, এমনি যাবে বেলা।
তোমার মুখের একটু হাসি, ওদের যোগায় খুশী,
অভ্যাস করো মানিয়ে নিতে, থাকতে পাশাপাশি।
তাদের আদর স্নেহে গড়া, মায়ার এ সংসার,
কেমনে পারো করতে তাদের, নিঠুর অত্যাচার?
এই তোমাদের রাখতে খুশী, সইল কত জ্বালা,
দোহাই লাগে তাদের তুমি, করনা অবহেলা!
বাড়তি বোঝা মনে করে, রাখলে বৃদ্ধাশ্রমে,
তবুওতো যায়নি তাদের, স্নেহ মায়া কমে।
রুগ্ন দেহে আশ্রমেতে, কষ্টে গভীর রাত,
খোদার তরে তোমার জন্য, তোলে সে দুই হাত।
প্রার্থনা করে তোমরা যেন, মহাসুখে থাকো,
বিনিময়ে তোমরা তাদের, কোন স্থানে রাখো?
বাবা মায়ের খুব আদরের, ছোট্ট খুকী খোকা,
বড় হয়ে আজকে তাদের, গেছিস ভুলে বোকা?
যাদের জন্য মানব জাতির, এই ভুবনে আসা,
সেই বাবা মা ভুলিয়ে দেয়, নয় সে ভালোবাসা।
জড়াসনে ছলনার জালে, দুই দিনের এই ভুবন,
বাবা মায়ের কষ্ট বুঝবি, বৃদ্ধ হবি যখন!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৪/০১/২০১৯onek valo
-
মেহেদী হাসান (নয়ন) ২৩/০১/২০১৯ভাল লিখছেন কবি
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২১/০১/২০১৯onek valo
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২১/০১/২০১৯nice
-
সাইয়িদ রফিকুল হক ২১/০১/২০১৯ভালো।
-
সাইদ খোকন নাজিরী ২১/০১/২০১৯ঢের!