ছদ্মবেশ
একাই আমি সংঘবদ্ধ
একাই আমি অনেক,
লোভের তোপে সস্তা দামে
বিক্রি করছি বিবেক।
আমার চলায় আমার বলায়
দেশ প্রেমের বুলি,
ভাণ ধরি তাই যথাসময়
ভরতে নিজের ঝুলি।
হাজার লোকের কান্নার মাঝে
আমার মুখে হাসি,
অন্তর ভরা বিষ তবুও
বেজায় মিষ্টভাষী।
আমার শিক্ষা আমার দীক্ষা
আমার প্রতিশ্রুতি,
আমার ভেতর লুকিয়ে আছে
সব হারানোর ভীতি।
সবাই যেন মনে মনে
ঘৃণা পুষে রাখে,
সামনে তারাই দাঁড়ায় আবার
হাসির ছদ্মবেশে।
একাই আমি অনেক,
লোভের তোপে সস্তা দামে
বিক্রি করছি বিবেক।
আমার চলায় আমার বলায়
দেশ প্রেমের বুলি,
ভাণ ধরি তাই যথাসময়
ভরতে নিজের ঝুলি।
হাজার লোকের কান্নার মাঝে
আমার মুখে হাসি,
অন্তর ভরা বিষ তবুও
বেজায় মিষ্টভাষী।
আমার শিক্ষা আমার দীক্ষা
আমার প্রতিশ্রুতি,
আমার ভেতর লুকিয়ে আছে
সব হারানোর ভীতি।
সবাই যেন মনে মনে
ঘৃণা পুষে রাখে,
সামনে তারাই দাঁড়ায় আবার
হাসির ছদ্মবেশে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Shafi md Omar Faruq ৩০/০৬/২০১৮খুব সুন্দর
-
রেজাউল রেজা (নীরব কবি) ৩০/০৬/২০১৮Nice