চাঁদের দেশে
মনে করো মোরা দুজন মিলে
গিয়েছি চাঁদের দেশে,
সারারাত ধরে জ্যোৎস্না মেখেছি
আকাশের গা ঘেঁসে।
ছুটে চলা ওই মেঘের সারির
নরম চাঁদরে দুজন,
তাঁরার মেলার মহোৎসবে
গড়েছি আপন ভুবন।
তোমায় আমায় বরণ করতে
ধারা নিয়ে বসে বৃষ্টি,
সেই খুশীতে নির্জন চাঁদে
হাজারো প্রাণের সৃষ্টি।
আমাদের দেখে শুরু হয়ে গেল
পাখীদের কলতান,
শুধু তুমি আমি চাঁদের দেশে
করছি জ্যোৎস্না স্নান।
ঝরনা ধারা ঝরতে লাগল
স্তব্ধ চাঁদের দেশে,
মনে করো সেথা অমর হয়েছি
তুমি আমি ভালোবেসে।
গিয়েছি চাঁদের দেশে,
সারারাত ধরে জ্যোৎস্না মেখেছি
আকাশের গা ঘেঁসে।
ছুটে চলা ওই মেঘের সারির
নরম চাঁদরে দুজন,
তাঁরার মেলার মহোৎসবে
গড়েছি আপন ভুবন।
তোমায় আমায় বরণ করতে
ধারা নিয়ে বসে বৃষ্টি,
সেই খুশীতে নির্জন চাঁদে
হাজারো প্রাণের সৃষ্টি।
আমাদের দেখে শুরু হয়ে গেল
পাখীদের কলতান,
শুধু তুমি আমি চাঁদের দেশে
করছি জ্যোৎস্না স্নান।
ঝরনা ধারা ঝরতে লাগল
স্তব্ধ চাঁদের দেশে,
মনে করো সেথা অমর হয়েছি
তুমি আমি ভালোবেসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নীল মেঘ ২৭/১১/২০১৮বেশ সুন্দর। তবে আরও সুন্দরের কামনায়
-
মনিরুজ্জামান/জীবন ১৯/১১/২০১৮অসাধারণ কলমের সৃষ্টি
সে যে কবির ধারণকৃত দৃষ্টি। -
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ১৯/১১/২০১৮বাহ!
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৯/১১/২০১৮onek valo
-
সাইয়িদ রফিকুল হক ১৮/১১/২০১৮ভালো।