চাঁদ সূর্যের কথোপকথন
দিগন্তে তাকিয়ে সেদিন দেখেছি
চাঁদ আর সূর্যকে সামনা সামনি দাঁড়িয়ে
একান্ত কথোপকথনে উভয়েই ব্যস্ত।
কি সাঙ্ঘাতিক ব্যাপার!
অহংকারী সূর্য গর্ব করে বলেছিল
আমার আলোতে আলোকিত পৃথিবী,
জেগে ওঠে সকল প্রাণী আমার ছোয়ায়
তুমি কেন বাপু মধ্যিখানে নাক গলাও
যখন আমি মগ্ন থাকি রাতের বিশ্রামে।
চাদকে আমি রাগান্নিত হতে দেখিনি।
তবে মুচকি হাসতে দেখেছি মাঝে মধ্যে।
কথোপকথনের শেষ পর্যায়ে সূর্যের কানে
ফিস ফিস করে বলতে শুনেছি,
তোমার অনেক ক্ষমতা অনেক প্রখরতা
দিনের কর্মব্যস্ততা দিতে পারো তুমি
এনে দাও অন্ধকারাচ্ছন্ন ঘোর আঁধার।
কিন্তু আছে কি তোমার একটি পূর্ণিমা
দিতে পারো কি একটি মধুময় রাত?
সূর্য নীরব অবাক চাদের পানে চেয়ে!
চাঁদ আর সূর্যকে সামনা সামনি দাঁড়িয়ে
একান্ত কথোপকথনে উভয়েই ব্যস্ত।
কি সাঙ্ঘাতিক ব্যাপার!
অহংকারী সূর্য গর্ব করে বলেছিল
আমার আলোতে আলোকিত পৃথিবী,
জেগে ওঠে সকল প্রাণী আমার ছোয়ায়
তুমি কেন বাপু মধ্যিখানে নাক গলাও
যখন আমি মগ্ন থাকি রাতের বিশ্রামে।
চাদকে আমি রাগান্নিত হতে দেখিনি।
তবে মুচকি হাসতে দেখেছি মাঝে মধ্যে।
কথোপকথনের শেষ পর্যায়ে সূর্যের কানে
ফিস ফিস করে বলতে শুনেছি,
তোমার অনেক ক্ষমতা অনেক প্রখরতা
দিনের কর্মব্যস্ততা দিতে পারো তুমি
এনে দাও অন্ধকারাচ্ছন্ন ঘোর আঁধার।
কিন্তু আছে কি তোমার একটি পূর্ণিমা
দিতে পারো কি একটি মধুময় রাত?
সূর্য নীরব অবাক চাদের পানে চেয়ে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৮/০৫/২০১৮দারুণ অবিব্যক্তি.......
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৫/২০১৮বেশ তো!