চাতক
চাতকের মত চেয়ে, অশেষ আশা নিয়ে,
বৃষ্টি ধারার অপেক্ষাতে, বজ্র আসে ধেয়ে!
প্রকৃতির সমন্বয়, অশান্ত মনে হয়,
বিজয়ী সেনার বেশে, মেনে নিই পরাজয়!
মানতে চাইনি হার, কি ছিলই বা করার,
প্রতিশ্রুতি ভঙ্গ করলে, থাকে না অধিকার!
সামনে দাঁড়িয়ে মরণ, দুই দিনের এই জীবন,
যেতেই হবে পৃথিবী ছেড়ে, পর করে সব আপন।
শান্তির কোলাহল, আর বেদনার ঢল,
হতেই হবে পরপার বাসী, থাকুক যতই বল।
সকলেই চায় সুখ, তাই আশায় বাঁধা বুক,
পাওয়ার সাথে না পাওয়া মিশে, আছড়ে পড়ে দুখ।
সুদুরের ওই আকাশ, পেতে সুখের আভাষ,
পৃথিবীটাকে মাতিয়ে রেখেছে, বসন্তের ওই বাতাস।
তবু, কাল বৈশাখী আসে, প্রলয় বানে ভাসে,
চিরাচরিত নিয়মে আকাশ, কাঁদে আবার হাসে।
আশা থাকে বুক ভরা, জীবিত থেকেও মরা,
সামান্যতম সুখের বুকে, দুঃখ বাঁধন হারা।
স্বাভাবিক নিয়ম মেনে, অজানা টাকে জেনে,
ইচ্ছা কিংবা অনিচ্ছাতে, কষ্ট এই জীবনে।
প্রাণকে বেঁধে রাখা, এমনি আশায় থাকা,
হাজার লোকের ভিড়ের মাঝেও, আসলে সবাই একা।
সকলেই আজ চাতক, চেয়ে থাকা অপলক,
প্রাণীর প্রাণে আকাঙ্ক্ষা জমানো, সুখের বৃষ্টি হোক।
বৃষ্টি ধারার অপেক্ষাতে, বজ্র আসে ধেয়ে!
প্রকৃতির সমন্বয়, অশান্ত মনে হয়,
বিজয়ী সেনার বেশে, মেনে নিই পরাজয়!
মানতে চাইনি হার, কি ছিলই বা করার,
প্রতিশ্রুতি ভঙ্গ করলে, থাকে না অধিকার!
সামনে দাঁড়িয়ে মরণ, দুই দিনের এই জীবন,
যেতেই হবে পৃথিবী ছেড়ে, পর করে সব আপন।
শান্তির কোলাহল, আর বেদনার ঢল,
হতেই হবে পরপার বাসী, থাকুক যতই বল।
সকলেই চায় সুখ, তাই আশায় বাঁধা বুক,
পাওয়ার সাথে না পাওয়া মিশে, আছড়ে পড়ে দুখ।
সুদুরের ওই আকাশ, পেতে সুখের আভাষ,
পৃথিবীটাকে মাতিয়ে রেখেছে, বসন্তের ওই বাতাস।
তবু, কাল বৈশাখী আসে, প্রলয় বানে ভাসে,
চিরাচরিত নিয়মে আকাশ, কাঁদে আবার হাসে।
আশা থাকে বুক ভরা, জীবিত থেকেও মরা,
সামান্যতম সুখের বুকে, দুঃখ বাঁধন হারা।
স্বাভাবিক নিয়ম মেনে, অজানা টাকে জেনে,
ইচ্ছা কিংবা অনিচ্ছাতে, কষ্ট এই জীবনে।
প্রাণকে বেঁধে রাখা, এমনি আশায় থাকা,
হাজার লোকের ভিড়ের মাঝেও, আসলে সবাই একা।
সকলেই আজ চাতক, চেয়ে থাকা অপলক,
প্রাণীর প্রাণে আকাঙ্ক্ষা জমানো, সুখের বৃষ্টি হোক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল্লাহ আল মামুন ১৬/১০/২০১৮ভালো লেগেছে
-
কে. পাল ১৬/১০/২০১৮Valo