বৃষ্টির দিনে
আজকের সন্ধ্যাটা
বেশ ভাল লাগছে,
টুপ টাপ সারাদিন
বৃষ্টি ও ঝরছে।
অলি গলি হাঁটু পানি
রাস্তায় জমা জল,
যেন এই শহরে
নেমেছে পাহাড়ি ঢল।
বিজলির চমকে
সারা দেহ কেঁপে যায়,
মুঠোফোনে আলাপন
মধুময় হয়ে রয়।
পড়াশুনা বাদ আজ
ঝাল মুড়ি চানাচুর,
মা রাঁধে খিঁচুড়ি
খাবে তার বাহাদুর।
পিলারের গোঁড়াতে
আছে খোঁড়া লোকটা,
জড়সড় বসে সে
বুকে চেপে থালাটা।
বৃষ্টির তাড়াতে
শূন্য সে থালা তার
ব্যস্ত এ শহরে
কে বোঝে ব্যথা কার?
ঘরে তার ছেলে মেয়ে
বসে আছে পথ চেয়ে,
নিশ্চিত আজ রাত
কেটে যাবে না খেয়ে।
এ রকম দেশ জুড়ে
আছে লাখো পরিবার,
না খেয়ে যায় চলে
কষ্টের সংসার।
ঝাল মুড়ি খিচুড়ি
কিছু আজ চাই না,
শুধু জানা দরকার
কেন লোকে বোঝেনা?
খালি হাতে এসেছি
সাথে যাবে খালি হাত,
কি ক্ষতি গরীবের
পাতে তুলে দিলে ভাত?
বেশ ভাল লাগছে,
টুপ টাপ সারাদিন
বৃষ্টি ও ঝরছে।
অলি গলি হাঁটু পানি
রাস্তায় জমা জল,
যেন এই শহরে
নেমেছে পাহাড়ি ঢল।
বিজলির চমকে
সারা দেহ কেঁপে যায়,
মুঠোফোনে আলাপন
মধুময় হয়ে রয়।
পড়াশুনা বাদ আজ
ঝাল মুড়ি চানাচুর,
মা রাঁধে খিঁচুড়ি
খাবে তার বাহাদুর।
পিলারের গোঁড়াতে
আছে খোঁড়া লোকটা,
জড়সড় বসে সে
বুকে চেপে থালাটা।
বৃষ্টির তাড়াতে
শূন্য সে থালা তার
ব্যস্ত এ শহরে
কে বোঝে ব্যথা কার?
ঘরে তার ছেলে মেয়ে
বসে আছে পথ চেয়ে,
নিশ্চিত আজ রাত
কেটে যাবে না খেয়ে।
এ রকম দেশ জুড়ে
আছে লাখো পরিবার,
না খেয়ে যায় চলে
কষ্টের সংসার।
ঝাল মুড়ি খিচুড়ি
কিছু আজ চাই না,
শুধু জানা দরকার
কেন লোকে বোঝেনা?
খালি হাতে এসেছি
সাথে যাবে খালি হাত,
কি ক্ষতি গরীবের
পাতে তুলে দিলে ভাত?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ৩০/০৪/২০১৮গরিবের কোন ধর্ম নাই।