বন্দী স্বাধীনতা
প্রাসাদ হতে বস্তি জনমনে স্বস্তি
আর কবে মিলবে?
নিয়মের রুপ ধরে দুর্নীতি পুঁজি করে
কত দিন চলবে?
রক্তের বন্যায় ওরা হোলি খেলে যায়
অশ্রুতে ভাসে এই নগরী,
আইন অসুস্থ আমীরেও দুঃস্থ
গোপনে চোর পালে প্রহরী।
বিশ্বাসী রক্ষক কেন হয় ভক্ষক
কে দিবে প্রশ্নের উত্তর?
রোজ শোনে কর্ণ খাঁটি গিনি স্বর্ণ
রাতারাতি হয়ে যায় প্রস্তর।
এ কেমন অধ্যায় পার পায় অন্যায়
নীতিবান কারাগারে বন্দী?
সাধারণ জনগন আশা করে সুশাসন
ভুলক্রমে হলে প্রতিদ্বন্দ্বী!
নিশ্চিত যাবে প্রাণ মিলবে না সন্ধান
সেই ভয়ে হলে দলভুক্ত,
অন্যায় নিপীড়ন নাটকীয় প্রশাসন
স্বাধীনতা কবে হবে মুক্ত?
আর কবে মিলবে?
নিয়মের রুপ ধরে দুর্নীতি পুঁজি করে
কত দিন চলবে?
রক্তের বন্যায় ওরা হোলি খেলে যায়
অশ্রুতে ভাসে এই নগরী,
আইন অসুস্থ আমীরেও দুঃস্থ
গোপনে চোর পালে প্রহরী।
বিশ্বাসী রক্ষক কেন হয় ভক্ষক
কে দিবে প্রশ্নের উত্তর?
রোজ শোনে কর্ণ খাঁটি গিনি স্বর্ণ
রাতারাতি হয়ে যায় প্রস্তর।
এ কেমন অধ্যায় পার পায় অন্যায়
নীতিবান কারাগারে বন্দী?
সাধারণ জনগন আশা করে সুশাসন
ভুলক্রমে হলে প্রতিদ্বন্দ্বী!
নিশ্চিত যাবে প্রাণ মিলবে না সন্ধান
সেই ভয়ে হলে দলভুক্ত,
অন্যায় নিপীড়ন নাটকীয় প্রশাসন
স্বাধীনতা কবে হবে মুক্ত?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ০২/০৮/২০১৮খুব ভালো লিখেছেন কবি । শুভ কামনা রইল ।
-
ফয়েজ উল্লাহ রবি ০২/০৮/২০১৮খুব ভালো লিখেছেন কবি ।।
-
ন্যান্সি দেওয়ান ০২/০৮/২০১৮Good.