বলব না বিদায়
বলব না আজ বিদায়
এই শব্দটা বেজায় করুণ
হৃদয়টাকে কাঁদায়।
করব না আজ মানা
জানি আমি দিতে চাইবে
শুধুই শান্তনা।
দেখে নিই শেষ দেখা
হয়তো আমার সারাজীবন
থাকতে হবে একা।
এক সাথে পথ চলা
পৃথক করে সামান্য ভূল
তুচ্ছ অবহেলা।
অনেক কষ্ট হবে
তোমার প্রতি বাড়বে মায়া
যতই দূরে যাবে।
সবার এমন হয়
প্রেমের মূল্য দেয় না কেহ
যখন কাছে রয়।
কিন্তু গেলে দূরে
জীবন জুড়ে আঁধার নামে
ভীষণ কষ্টে মরে।
আমার ও হাল তাই
বৃথা কেঁদে কি আর হবে
সময় যে আর নাই।
ক্ষুদ্র অভিমান
মহান তোমার জীবন হতে
দিচ্ছে পরিত্রাণ।
বল হে ঈশ্বর
বাঁধন ছিঁড়ে আপন জনা
কেন হবে পর।
ধৈর্য আমায় দাও
সহ্য করার ক্ষমতা দিয়ে
যন্ত্রণা জুড়াও।
আমার হাজার ভূলে
কেন তুমি করবে সামিল
তাঁকে পাপীর দলে।
তুমি কঠোর নও
তাঁকে মুক্ত করে দিতে
আমার জীবন নাও।
বড় ব্যথা বুকে
আমার পুণ্যের বিনিময়ে
রাখো তারে সুখে।
যদি সম্ভব হয়
মরণ কালেও তাঁকে আমি
বলব না বিদায়।
এই শব্দটা বেজায় করুণ
হৃদয়টাকে কাঁদায়।
করব না আজ মানা
জানি আমি দিতে চাইবে
শুধুই শান্তনা।
দেখে নিই শেষ দেখা
হয়তো আমার সারাজীবন
থাকতে হবে একা।
এক সাথে পথ চলা
পৃথক করে সামান্য ভূল
তুচ্ছ অবহেলা।
অনেক কষ্ট হবে
তোমার প্রতি বাড়বে মায়া
যতই দূরে যাবে।
সবার এমন হয়
প্রেমের মূল্য দেয় না কেহ
যখন কাছে রয়।
কিন্তু গেলে দূরে
জীবন জুড়ে আঁধার নামে
ভীষণ কষ্টে মরে।
আমার ও হাল তাই
বৃথা কেঁদে কি আর হবে
সময় যে আর নাই।
ক্ষুদ্র অভিমান
মহান তোমার জীবন হতে
দিচ্ছে পরিত্রাণ।
বল হে ঈশ্বর
বাঁধন ছিঁড়ে আপন জনা
কেন হবে পর।
ধৈর্য আমায় দাও
সহ্য করার ক্ষমতা দিয়ে
যন্ত্রণা জুড়াও।
আমার হাজার ভূলে
কেন তুমি করবে সামিল
তাঁকে পাপীর দলে।
তুমি কঠোর নও
তাঁকে মুক্ত করে দিতে
আমার জীবন নাও।
বড় ব্যথা বুকে
আমার পুণ্যের বিনিময়ে
রাখো তারে সুখে।
যদি সম্ভব হয়
মরণ কালেও তাঁকে আমি
বলব না বিদায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুকিম মাহমুদ মুকিত ০৪/০৫/২০১৮চমৎকার