বহুরূপী মানুষ
কেউ করে দালালী কেউ হয় চামচা,
অজ্ঞেও টাই পরে জ্ঞানী গলে গামছা।
তাই বলে হুট করে দিন থেকে রাত নয়,
সূর্যটা ডুবলেও আলো দিতে চাঁদ রয়।
লজ্জা গ্লানি ধূতে শেষ করে নিজ প্রাণ,
কেউ মাথা উঁচু করে শান্তিতে গায় গান।
কারো বুকে ব্যাথা দেয় অন্যের কষ্ট,
অন্যের গলা চেপে কেউ সন্তুষ্ট।
নিজে হয়ে নিঃস্ব অন্যকে দেয় সুখ,
রক্ত চুষে নিতে কেউ আবার উৎসুক।
নষ্ট আবেগে ভরা কারো কারো চিত্ত,
নিজেকে অভুক্ত রেখে কেউ গড়ে বিত্ত।
বীণা মেঘে বৃষ্টি কারো কারো সংসার,
নগ্নতা ভালবেসে কেউ ভোলে সহচর।
কেউ ভোলে রুপ দেখে কারো কাছে বড় মন,
জাত পাত ভুলে গিয়ে কেউ কেউ খোঁজে ধন।
কেউ কেউ নীরবে মেনে নেয় অন্যায়,
ফোঁস করে ওঠে কেউ দ্বিমত যদি হয়।
কারো কারো গার ঘাম বৃথাই ঝরে যায়,
বুদ্ধি দিয়ে ভেবে কেউ সব করে জয়।
অজ্ঞেও টাই পরে জ্ঞানী গলে গামছা।
তাই বলে হুট করে দিন থেকে রাত নয়,
সূর্যটা ডুবলেও আলো দিতে চাঁদ রয়।
লজ্জা গ্লানি ধূতে শেষ করে নিজ প্রাণ,
কেউ মাথা উঁচু করে শান্তিতে গায় গান।
কারো বুকে ব্যাথা দেয় অন্যের কষ্ট,
অন্যের গলা চেপে কেউ সন্তুষ্ট।
নিজে হয়ে নিঃস্ব অন্যকে দেয় সুখ,
রক্ত চুষে নিতে কেউ আবার উৎসুক।
নষ্ট আবেগে ভরা কারো কারো চিত্ত,
নিজেকে অভুক্ত রেখে কেউ গড়ে বিত্ত।
বীণা মেঘে বৃষ্টি কারো কারো সংসার,
নগ্নতা ভালবেসে কেউ ভোলে সহচর।
কেউ ভোলে রুপ দেখে কারো কাছে বড় মন,
জাত পাত ভুলে গিয়ে কেউ কেউ খোঁজে ধন।
কেউ কেউ নীরবে মেনে নেয় অন্যায়,
ফোঁস করে ওঠে কেউ দ্বিমত যদি হয়।
কারো কারো গার ঘাম বৃথাই ঝরে যায়,
বুদ্ধি দিয়ে ভেবে কেউ সব করে জয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০২/০৮/২০১৮দারুণ শব্দ চয়ন আর এক অনবদ্য কবিতা...........
-
মধু মঙ্গল সিনহা ০১/০৮/২০১৮সুন্দর ছিল। ভালো লেগেছে...... অনেক অনেক ধন্যবাদ!