বহু চারিণী
তুমি কি কখনো ভেবে দেখেছো
আসলে তুমি কার?
প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছ
সামনে যখন যার।
সকলে তোমায় আপন করেছে
তুমি সকলের পর,
তোমায় নিয়ে হৃদয় মাঝে
বেঁধেছে সকলে ঘর।
মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে
বজায় রাখছ ভাব,
লোক সমাজে তোমায় নিয়ে
রয়েছে অনেক গুজব।
একই স্বপ্ন সব লোককে
কেন তুমি দেখাও?
প্রলোভনে সুখের পরশ
সবার দেহে বুলাও।
সবাই তোমায় আপন করে
কাছে পেতে চায়,
একেক সময় চড়ো তুমি
একেক জনার নায়।
একই কণ্ঠে একই সূরে
একই গানই গাও,
সবার মাঝে সব বিলিয়ে
কি সুখ তুমি পাও?
আসলে তুমি কার?
প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছ
সামনে যখন যার।
সকলে তোমায় আপন করেছে
তুমি সকলের পর,
তোমায় নিয়ে হৃদয় মাঝে
বেঁধেছে সকলে ঘর।
মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে
বজায় রাখছ ভাব,
লোক সমাজে তোমায় নিয়ে
রয়েছে অনেক গুজব।
একই স্বপ্ন সব লোককে
কেন তুমি দেখাও?
প্রলোভনে সুখের পরশ
সবার দেহে বুলাও।
সবাই তোমায় আপন করে
কাছে পেতে চায়,
একেক সময় চড়ো তুমি
একেক জনার নায়।
একই কণ্ঠে একই সূরে
একই গানই গাও,
সবার মাঝে সব বিলিয়ে
কি সুখ তুমি পাও?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ০৮/০৬/২০১৮বেশ ভালো।
-
তরুণ কান্তি ০৮/০৬/২০১৮অসাধারণ এক অস্থিরতার কবিতা লেখা পড়লাম।ভাল থাকুন ও সঙ্গে থাকুন সব সময় প্রিয় কবিবর ।
-
রবিউল হাসান ০৮/০৬/২০১৮বহু চারিনীদের সঙ্গ ত্যাগ করাই ভালো।