বোধোদয়
কবে হবে বোধোদয়?
দুরূহ মনে হয়,
আগামীর পথ চেয়ে
তবু আশা রয়ে যায়।
আজ এই সড়কে
যায় প্রাণ পলকে,
নিয়মের সম্মান
আজ আর রাখে কে?
পেশি শক্তির জোরে
স্বেচ্ছায় ভুল করে,
যে শেখাবে রীতিনীতি
অবুঝের হাত ধরে।
সেই করে অন্যায়
লাশ দেখে হাসি পায়,
সাধারণ জনগণ
বিদ্রোহ করে যায়।
নিয়ম অত সোজা নয়
মেনে তবে নীতি হয়,
নিয়ম মানবে লোকে
যদি হয় বোধোদয়।
দুরূহ মনে হয়,
আগামীর পথ চেয়ে
তবু আশা রয়ে যায়।
আজ এই সড়কে
যায় প্রাণ পলকে,
নিয়মের সম্মান
আজ আর রাখে কে?
পেশি শক্তির জোরে
স্বেচ্ছায় ভুল করে,
যে শেখাবে রীতিনীতি
অবুঝের হাত ধরে।
সেই করে অন্যায়
লাশ দেখে হাসি পায়,
সাধারণ জনগণ
বিদ্রোহ করে যায়।
নিয়ম অত সোজা নয়
মেনে তবে নীতি হয়,
নিয়ম মানবে লোকে
যদি হয় বোধোদয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মীর মুহাম্মাদ আলী ১১/০৮/২০১৮বেশ!
-
মধু মঙ্গল সিনহা ১১/০৮/২০১৮লিখা বেশ ভালো লাগল, ধন্যবাদ!