বোবা ময়না পাখী
প্রশ্ন করি আবার
কিসে তোমার অভাব,
অবাক চোখে চেয়ে
দেয়না কোন জবাব।
রাত্রি নেমে আসে
নৈকট্য বাড়ে,
দেহের শুধু হৃদয়ের নয়
বেদনা আছড়ে পড়ে।
প্রশ্ন জাগে আবার
কেন হল এমন,
ইশারায় হাজার প্রশ্ন তোলে
জবাব দেবে কখন।
অধিকার কেমন বাঁধন
বুঝতে লাগে সময়,
তাই বলে কি প্রশ্ন এসে
শুধু জড়তা বাড়ায়?
বাঁধন কাকে বলে
বোঝাতে পারিনি তাকে
প্রীতির মোহ মধুর
হৃদয়ে দিয়েছি একে।
তবু আমি ব্যর্থ হয়েছি
কাটাতে নীরবতা
আমার বোবা ময়না পাখী
বলেনি আজো কথা।
কিসে তোমার অভাব,
অবাক চোখে চেয়ে
দেয়না কোন জবাব।
রাত্রি নেমে আসে
নৈকট্য বাড়ে,
দেহের শুধু হৃদয়ের নয়
বেদনা আছড়ে পড়ে।
প্রশ্ন জাগে আবার
কেন হল এমন,
ইশারায় হাজার প্রশ্ন তোলে
জবাব দেবে কখন।
অধিকার কেমন বাঁধন
বুঝতে লাগে সময়,
তাই বলে কি প্রশ্ন এসে
শুধু জড়তা বাড়ায়?
বাঁধন কাকে বলে
বোঝাতে পারিনি তাকে
প্রীতির মোহ মধুর
হৃদয়ে দিয়েছি একে।
তবু আমি ব্যর্থ হয়েছি
কাটাতে নীরবতা
আমার বোবা ময়না পাখী
বলেনি আজো কথা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ২৩/০৪/২০১৮Nice liksan
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৪/২০১৮বেশ তো।
-
মোঃ ফাহাদ আলী ২৩/০৪/২০১৮অসাধারণ আবেগিয় লেখা।