বিভক্তি
বিভক্ত আজ দলে দলে
স্বার্থসিদ্ধি সুকৌশলে,
আসল সত্য অন্তরালে
ঘৃণা জোটে সব মহলে।
কি কারণে এই বিভক্তি
কোথায় রাখি সেই বিরক্তি?
নিয়ন্ত্রনে কোন সে শক্তি
পাইনা কারো স্বীকারোক্তি!
কেমনে হবে আবির্ভূত
কোথায় আছে সুখ নিহিত?
কার নিকটে পুঞ্জিভূত
কেন এত বিলম্বিত?
কবে যাবে দুঃখ ভাসি
সুখের অসীম জলরাশি,
ভুবন জুড়ে সুখ পিয়াসী
ফুটবে সবার মুখে হাসি।
জাত বেজাতের হিংসা ঘুচে
সবার চোখের অস্রু মুছে,
সব মানবের মনের কাছে
দেখব প্রীতি ঠাই নিয়েছে।
স্বার্থসিদ্ধি সুকৌশলে,
আসল সত্য অন্তরালে
ঘৃণা জোটে সব মহলে।
কি কারণে এই বিভক্তি
কোথায় রাখি সেই বিরক্তি?
নিয়ন্ত্রনে কোন সে শক্তি
পাইনা কারো স্বীকারোক্তি!
কেমনে হবে আবির্ভূত
কোথায় আছে সুখ নিহিত?
কার নিকটে পুঞ্জিভূত
কেন এত বিলম্বিত?
কবে যাবে দুঃখ ভাসি
সুখের অসীম জলরাশি,
ভুবন জুড়ে সুখ পিয়াসী
ফুটবে সবার মুখে হাসি।
জাত বেজাতের হিংসা ঘুচে
সবার চোখের অস্রু মুছে,
সব মানবের মনের কাছে
দেখব প্রীতি ঠাই নিয়েছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০৭/২০১৮তা-ই হোক।