বিশ্বাস
নাইবা ফিরল যদি
বৃথা চেয়ে থাকা,
হাজার লোকের ভিড়ে
কেমন সবাই একা!
কে বা রঙিন ঘুড়ি
নাটাই যে কার হাতে,
সাবধানতার হয় না খাতির
কভূ প্রীতির সাথে।
দুঃখের জলে ভিজে
শুকাও প্রেমের রোদে,
চিনতে তাকে করবে গো ভূল
অন্তরের বিবাদে।
সবল দেহের মাঝে
নিথর অসাড় প্রাণ,
চোখের আড়াল হলেই
তবে করবে গুনগান।
একটা ছাদের তলে
যখন বসবাস,
ভাঙ্গন আনে পরস্পরের
মনের অবিশ্বাস।
কঠিন সময় যখন
আপন জনা খুঁজি,
সহজে কেউ মানতে চায়না
বিশ্বাস প্রেমের পুঁজি।
বৃথা চেয়ে থাকা,
হাজার লোকের ভিড়ে
কেমন সবাই একা!
কে বা রঙিন ঘুড়ি
নাটাই যে কার হাতে,
সাবধানতার হয় না খাতির
কভূ প্রীতির সাথে।
দুঃখের জলে ভিজে
শুকাও প্রেমের রোদে,
চিনতে তাকে করবে গো ভূল
অন্তরের বিবাদে।
সবল দেহের মাঝে
নিথর অসাড় প্রাণ,
চোখের আড়াল হলেই
তবে করবে গুনগান।
একটা ছাদের তলে
যখন বসবাস,
ভাঙ্গন আনে পরস্পরের
মনের অবিশ্বাস।
কঠিন সময় যখন
আপন জনা খুঁজি,
সহজে কেউ মানতে চায়না
বিশ্বাস প্রেমের পুঁজি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ৩০/০৫/২০১৮অতুলনীয়..............
-
সাইদ খোকন নাজিরী ২৮/০৫/২০১৮কবি একা সব বুঝলে চলবেনা আমাদেরও বুঝতে হবে ‘ভাঙ্গন গড়ে পরস্পরের’ বলতে কি বুঝিয়েছেন বুঝি নাই। ওভার অল ভাল লিখেছেন।ভাবনাটাও ছিল ভাল।
-
তরুণ কান্তি ২৮/০৫/২০১৮সুন্দর অনুভূতির কবিতা ।
-
সায়েম মুর্শেদ ২৭/০৫/২০১৮নিজের ভেতরে সবাই একা
-
আব্দুল হক ২৭/০৫/২০১৮বেশ, সুন্দর লিখা। ধন্যবাদ!
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৭/০৫/২০১৮অনুরাগের কবিতা.........
-
সাইদ খোকন নাজিরী ২৭/০৫/২০১৮অসাধারণ এক অনুভূতি দিয়ে লেখা।