বিসর্জন
ভুলের কাছে করলে যদি আত্মসমর্পণ
অপকর্মার কাছে হবে জীবন বিসর্জন।
অসৎ সঙ্গ ত্যাগ করতে আত্ম প্রত্যয়,
নিজের সাথে যুদ্ধ করা সহজ ব্যাপার নয়।
সবার আগে না হও যদি নিজে সংশোধন,
অপরকে শিক্ষা দেওয়াটা অরন্যে রোদন।
আত্মশুদ্ধির স্বদিচ্ছাটা অর্জন করো আগে,
নীতি কথা শোনাও তবে বিবেক যদি জাগে।
ঘরের খেয়ে বনের মহিষ তাড়ায় লোকে অনেক,
ছোট্ট কথা বলতেও ভাবে জাগ্রত যার বিবেক।
ভুলক্রমে ভুল করলে ক্ষমা পাওয়া যায়,
ইচ্ছাকৃত হাজার ভুলের কেমনে ক্ষমা হয়?
শাসন বদলে নিজের মত কর শোষণ চাষ,
সেই শোষণই আনবে ডেকে তোমার সর্বনাশ।
অন্যায়কে রুখে দিতে ন্যায়ের প্রতিষ্ঠা,
সারাজীবন সফল হবে তোমার প্রচেষ্টা।
লোভের সাথে দোস্তি করে দুর্নীতিবাজ পুষে,
আমজনতার রুগ্ন দেহের রক্ত নিলে চুষে?
অট্টালিকায় বসে সুখে কাটছে মধুর ক্ষণ,
কঠিন পরিণতি জানায় তোমায় নিমন্ত্রন।
অপকর্মার কাছে হবে জীবন বিসর্জন।
অসৎ সঙ্গ ত্যাগ করতে আত্ম প্রত্যয়,
নিজের সাথে যুদ্ধ করা সহজ ব্যাপার নয়।
সবার আগে না হও যদি নিজে সংশোধন,
অপরকে শিক্ষা দেওয়াটা অরন্যে রোদন।
আত্মশুদ্ধির স্বদিচ্ছাটা অর্জন করো আগে,
নীতি কথা শোনাও তবে বিবেক যদি জাগে।
ঘরের খেয়ে বনের মহিষ তাড়ায় লোকে অনেক,
ছোট্ট কথা বলতেও ভাবে জাগ্রত যার বিবেক।
ভুলক্রমে ভুল করলে ক্ষমা পাওয়া যায়,
ইচ্ছাকৃত হাজার ভুলের কেমনে ক্ষমা হয়?
শাসন বদলে নিজের মত কর শোষণ চাষ,
সেই শোষণই আনবে ডেকে তোমার সর্বনাশ।
অন্যায়কে রুখে দিতে ন্যায়ের প্রতিষ্ঠা,
সারাজীবন সফল হবে তোমার প্রচেষ্টা।
লোভের সাথে দোস্তি করে দুর্নীতিবাজ পুষে,
আমজনতার রুগ্ন দেহের রক্ত নিলে চুষে?
অট্টালিকায় বসে সুখে কাটছে মধুর ক্ষণ,
কঠিন পরিণতি জানায় তোমায় নিমন্ত্রন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদ খোকন নাজিরী ১৩/০৮/২০১৮বেশ তো !
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১২/০৮/২০১৮দারুণ .........
-
মধু মঙ্গল সিনহা ১২/০৮/২০১৮ভাল লেগেছে।
ধন্যবাদ