www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিষণ্ণতা

তোমার বিষণ্ণতা-
নির্মমভাবে ভঙ্গ করে,
আমার একাগ্রতা!

যতই থাকি কর্মব্যস্ত-
দিনে রাতে সারাটি ক্ষন,
তোমাতে এই হৃদয় ন্যস্ত।

ওই ঠোঁটেত ফুটলে হাসি-
জীবনের সব দুঃখ ভুলে,
যাই যে সুখের বানে ভাসি।

সে সুখ আমার হারিয়ে যায়-
সারাদিনের ক্লান্তি শেষে,
নিরানন্দ দেখলে তোমায়!

চাই না নিতে ফুলের সুবাস-
চাই তোমাকে দেখতে খুশী,
চাই না দেখতে তোমায় উদাস।

তুমি প্রিয়া অনুরাগী-
আরাম আয়েশ নিদ্রা ভুলে,
তোমার জন্য রাত্রি জাগি।

ক্ষমা করি হাজারটা ভুল-
চাই না দেখতে ব্যাথি তোমায়,
ওই অশ্রুতে, এই বুকে হুল!

বিষণ্ণতার কি যে কারণ-
ব্যাকুল এ প্রান তা জানতে চায়,
যতই তুমি কর বারন।

তোমার, বিমর্ষতার সাথে-
যায় গো আমার সুখ হারিয়ে,
হৃদয় ওঠে কষ্টে মেতে!

এটা আমার অযোগ্যতা-
পাইনি খুঁজে কারণ কেন,
এমন বিষণ্ণতা!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৯/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast