বিষ
দিয়েছি বিষ ঢেলে,
ওই চেতনার গালে।
মানবতা নিশ্চিত,
মরবে এ বিষ গিলে।
বহুরূপী মানুষের,
একই রঙ রক্তের।
নরমের যম ওরা,
ভক্ত শক্তের।
শুধু এই সুযোগে,
কিছু লোক নিয়োগে।
রক্তের হোলি খেলি,
নানা যোগ বিয়োগে।
জানে তাঁরা ভাল করে,
শান্তি আপন ঘরে।
তবু এই ফাঁদে পড়ে
ভাই হয়ে ভাই মারে।
দেখলে ও মুখে হাসি,
হিংসার বানে ভাসি।
শুধু সেই ক্রোধে,
বিবেক কে দেই ফাঁসি।
কু-বুদ্ধির ধারে কাটি,
শুরু হয় লাঠালাঠি।
বিবেকের বিষে পুড়ে,
ছাড়া হয় ভিটে মাটি।
ওই চেতনার গালে।
মানবতা নিশ্চিত,
মরবে এ বিষ গিলে।
বহুরূপী মানুষের,
একই রঙ রক্তের।
নরমের যম ওরা,
ভক্ত শক্তের।
শুধু এই সুযোগে,
কিছু লোক নিয়োগে।
রক্তের হোলি খেলি,
নানা যোগ বিয়োগে।
জানে তাঁরা ভাল করে,
শান্তি আপন ঘরে।
তবু এই ফাঁদে পড়ে
ভাই হয়ে ভাই মারে।
দেখলে ও মুখে হাসি,
হিংসার বানে ভাসি।
শুধু সেই ক্রোধে,
বিবেক কে দেই ফাঁসি।
কু-বুদ্ধির ধারে কাটি,
শুরু হয় লাঠালাঠি।
বিবেকের বিষে পুড়ে,
ছাড়া হয় ভিটে মাটি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুসা খান ১৫/১০/২০১৮খুব সুন্দর লিখছেন
-
খালিদ বিন সিদ্দিক ১৩/১০/২০১৮বাহ
-
মোঃ আবদুল্লাহ আল মামুন ১৩/১০/২০১৮ভালো
-
গোলাম মুস্তাফা ১৩/১০/২০১৮অসাধারন
-
শুভদীপ চক্রবর্তী ১৩/১০/২০১৮অসাধারণ লিখেছেন।