বিরক্তিকর ভাবনা
বিরক্তিকর ভাবনাগুলো কেন বারেবার আসে?
আমি কি তার কেনা দাসী আমায় কি সে পোষে?
নির্ভাবনায় নিশ্চিন্তে কাটাতে চাই সময়,
উড়ে এসে জুড়ে বসে আমায় জ্বালায় পোড়ায়!
আমার মনের উপর থাকবে আমার নিয়ন্ত্রণ,
ভাবনা সেথায় আসবে কেন করতে জ্বালাতন?
আমার মনের রাজ্যে আমি একাই থাকব রাজা,
কেমনে ভাবনা রাজা হয়ে আমায় বানায় প্রজা?
চাই যেটাকে রাখতে মনে যাচ্ছে কোথায় চলে?
ভোলার জন্য ছটফটানি যায়নি থাকা ভূলে!
চাইছি আমি ভাবনা আমায় দিক না করে ক্ষমা,
সাজিয়ে নিই নতুন করে হৃদয় পরিক্রমা।
ভাবতে আমি চাইনা তবু ভাবনা আমায় ভাবায়,
জবরদস্তী আমায় হাসায় বাধ্য করে কাঁদায়!
আমি যেমন স্বাধীন তেমন স্বাধীন আমার মন,
কোন ক্ষমতায় করতে চায় সে আমায় আলিঙ্গন?
কূল কিনার পাইনি আজো আমি কখন কার,
কার পিছে আজ ছুটে চলার করছি অঙ্গীকার!
অন্য কারো নিয়ন্ত্রনে আমার কল্পনা,
বিরক্তিতে ভরেছে তাই আমার ভাবনা।
আমি কি তার কেনা দাসী আমায় কি সে পোষে?
নির্ভাবনায় নিশ্চিন্তে কাটাতে চাই সময়,
উড়ে এসে জুড়ে বসে আমায় জ্বালায় পোড়ায়!
আমার মনের উপর থাকবে আমার নিয়ন্ত্রণ,
ভাবনা সেথায় আসবে কেন করতে জ্বালাতন?
আমার মনের রাজ্যে আমি একাই থাকব রাজা,
কেমনে ভাবনা রাজা হয়ে আমায় বানায় প্রজা?
চাই যেটাকে রাখতে মনে যাচ্ছে কোথায় চলে?
ভোলার জন্য ছটফটানি যায়নি থাকা ভূলে!
চাইছি আমি ভাবনা আমায় দিক না করে ক্ষমা,
সাজিয়ে নিই নতুন করে হৃদয় পরিক্রমা।
ভাবতে আমি চাইনা তবু ভাবনা আমায় ভাবায়,
জবরদস্তী আমায় হাসায় বাধ্য করে কাঁদায়!
আমি যেমন স্বাধীন তেমন স্বাধীন আমার মন,
কোন ক্ষমতায় করতে চায় সে আমায় আলিঙ্গন?
কূল কিনার পাইনি আজো আমি কখন কার,
কার পিছে আজ ছুটে চলার করছি অঙ্গীকার!
অন্য কারো নিয়ন্ত্রনে আমার কল্পনা,
বিরক্তিতে ভরেছে তাই আমার ভাবনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০৬/২০১৮চঞ্চল মনের ভাবনা!
-
রবিউল হাসান ০৫/০৬/২০১৮বেশ ভালো।নিজের কল্পনা জগতে কখনো অন্যের নিয়ন্ত্রন থাকা উচিত নয়।