বিপরীতমুখী প্রভাব
আমি যখন খুঁজতে চেয়েছি
বেঁচে থাকার কারণ,
মরণের ভয় দেখিয়ে জীবন
করে গিয়েছে বারণ।
যখন হাজার কষ্ট সয়েছি
নিভৃতে একা কেঁদে,
সুখ দিয়েছে শান্তনা আমায়
যেন জোর করে বেঁধে।
আনন্দে যখন নেচেছে হৃদয়
পেয়ে সামান্য সুখ,
অনাগত ব্যাথার ভয় দেখিয়ে
দুঃখ ভরেছে বুক।
আশায় আশায় অন্তর আমার
বেজায় করেছে পণ,
জগৎ আমায় শুনিয়ে গিয়েছে
নিরাশার গুঞ্জন।
আলোর মাঝে দেখেছি নিজেকে
আঁধারের ভয় ছেড়ে,
তবু সে আঁধার করেনি ক্ষমা
নিয়েছে জীবন কেড়ে।
যখন অঢেল ধনের মাঝে
হারিয়ে গিয়েছে অভাব,
দুর্ভিক্ষ ফেলেছে ধনী অন্তরে
বিপরীতমুখী প্রভাব।
বেঁচে থাকার কারণ,
মরণের ভয় দেখিয়ে জীবন
করে গিয়েছে বারণ।
যখন হাজার কষ্ট সয়েছি
নিভৃতে একা কেঁদে,
সুখ দিয়েছে শান্তনা আমায়
যেন জোর করে বেঁধে।
আনন্দে যখন নেচেছে হৃদয়
পেয়ে সামান্য সুখ,
অনাগত ব্যাথার ভয় দেখিয়ে
দুঃখ ভরেছে বুক।
আশায় আশায় অন্তর আমার
বেজায় করেছে পণ,
জগৎ আমায় শুনিয়ে গিয়েছে
নিরাশার গুঞ্জন।
আলোর মাঝে দেখেছি নিজেকে
আঁধারের ভয় ছেড়ে,
তবু সে আঁধার করেনি ক্ষমা
নিয়েছে জীবন কেড়ে।
যখন অঢেল ধনের মাঝে
হারিয়ে গিয়েছে অভাব,
দুর্ভিক্ষ ফেলেছে ধনী অন্তরে
বিপরীতমুখী প্রভাব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৩/০৬/২০১৮সুন্দর .............