বিজ্ঞ ও অজ্ঞ
বিজ্ঞ ব্যক্তির আজ্ঞা শুনে
অপেক্ষাতে থাকি,
অজ্ঞ বলে বিজ্ঞ আমায়
নিত্য দিচ্ছে ফাঁকি।
বিজ্ঞ আমার অজ্ঞতাকে
স্বর্ণ পুঁজি করে,
অপপ্রচার, নৃশংসতায়
দিচ্ছে জগত ভরে।
মৃত মানুষ হাঁটিয়ে দেয়
নজর বন্দী করে,
কুসংস্কার, অন্ধ বিশ্বাস
আছি আঁকড়ে ধরে।
ধর্ম কর্মের ধার ধারে না
বিজ্ঞ নামের তাঁরা,
তাঁদের পুজোর প্রসাদ দিতে
আমরা সর্বহারা।
যন্ত্র যুগে বিজ্ঞ কে আর?
সকলেই তো সমান,
নাম মাত্র গুটি কয়েক
বিজ্ঞ নামের উজান।
ধরে বেঁধে বাধ্য করে
হাজার চামচা পোষে,
দলবদ্ধ হয়ে বিজ্ঞ
অজ্ঞের রক্ত চোষে।
হটাও নিজের অজ্ঞতাকে
রুখতে ও বিজ্ঞ,
পশুর চেয়েও হিংস্র ওরা
ক্ষমার অযোগ্য।
অপেক্ষাতে থাকি,
অজ্ঞ বলে বিজ্ঞ আমায়
নিত্য দিচ্ছে ফাঁকি।
বিজ্ঞ আমার অজ্ঞতাকে
স্বর্ণ পুঁজি করে,
অপপ্রচার, নৃশংসতায়
দিচ্ছে জগত ভরে।
মৃত মানুষ হাঁটিয়ে দেয়
নজর বন্দী করে,
কুসংস্কার, অন্ধ বিশ্বাস
আছি আঁকড়ে ধরে।
ধর্ম কর্মের ধার ধারে না
বিজ্ঞ নামের তাঁরা,
তাঁদের পুজোর প্রসাদ দিতে
আমরা সর্বহারা।
যন্ত্র যুগে বিজ্ঞ কে আর?
সকলেই তো সমান,
নাম মাত্র গুটি কয়েক
বিজ্ঞ নামের উজান।
ধরে বেঁধে বাধ্য করে
হাজার চামচা পোষে,
দলবদ্ধ হয়ে বিজ্ঞ
অজ্ঞের রক্ত চোষে।
হটাও নিজের অজ্ঞতাকে
রুখতে ও বিজ্ঞ,
পশুর চেয়েও হিংস্র ওরা
ক্ষমার অযোগ্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ১৮/০৯/২০১৮বিজ্ঞ হওয়ার বিকল্প নেই
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০৯/২০১৮ভালো।