বিজ্ঞাপন
নেবে নাকি এক দর?
দাম শুনে গায়ে জ্বর!
নিতে চাও সস্তা?
ওতে নেই আস্থা।
দৌড় দিলে দাম শুনে?
তবে গেলে বোকা বনে!
প্রতিদিন না কিনে,
ভালো মাল নাও চিনে।
বিছানায় থেকে গেঁথে,
প্রচারে কান পেতে।
দুই টাকা বাঁচাতে,
ভুল হয় গোড়াতে!
যা নাই ওয়েবে,
দেখনা তা খোয়াবে।
পেপারে বা টিভিতে,
বেশ ভালো চিনিতে।
যা এর বাইরে,
চাওনা তা ভাইরে!
বুঝবে কবে অধম?
ভাল মাল কি রকম?
চলে বিনা প্রচারে,
থাকলেও আঁধারে।
লোকে ভালো খুঁজে নেয়,
যদিও তা চেনা দায়।
বিজ্ঞাপন অচলের,
ঠগে তবে পাও টের!
যেইটার মান ভালো,
একটু অগোছালো।
ঝকমক নকলে,
ভুয়া তা আসলে।
প্রচারের জালে ফেঁসে,
লোকসানে গেলে ভেসে?
দাম শুনে গায়ে জ্বর!
নিতে চাও সস্তা?
ওতে নেই আস্থা।
দৌড় দিলে দাম শুনে?
তবে গেলে বোকা বনে!
প্রতিদিন না কিনে,
ভালো মাল নাও চিনে।
বিছানায় থেকে গেঁথে,
প্রচারে কান পেতে।
দুই টাকা বাঁচাতে,
ভুল হয় গোড়াতে!
যা নাই ওয়েবে,
দেখনা তা খোয়াবে।
পেপারে বা টিভিতে,
বেশ ভালো চিনিতে।
যা এর বাইরে,
চাওনা তা ভাইরে!
বুঝবে কবে অধম?
ভাল মাল কি রকম?
চলে বিনা প্রচারে,
থাকলেও আঁধারে।
লোকে ভালো খুঁজে নেয়,
যদিও তা চেনা দায়।
বিজ্ঞাপন অচলের,
ঠগে তবে পাও টের!
যেইটার মান ভালো,
একটু অগোছালো।
ঝকমক নকলে,
ভুয়া তা আসলে।
প্রচারের জালে ফেঁসে,
লোকসানে গেলে ভেসে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুমা চৌধুরী ১৩/০৯/২০১৮অসাধারণ। অনবদ্য। খুব ভাল লাগল। শুভেচ্ছা রইল।
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ১৩/০৯/২০১৮চলে বিনা প্রচারে,
থাকলেও আঁধারে।
লোকে ভালো খুঁজে নেয়,
যদিও তা চেনা দায়। -
ডঃ নাসিদুল ইসলাম ১৩/০৯/২০১৮দারুন ছন্দ