বিজ্ঞান
বিচক্ষণ প্রতিযোগিতায় সময় কখনো হার মানবে না,
অবাধ বয়ে চলা তাঁর দাড়াবে না কখনই থমকে।
প্রযুক্তির অভিশাপে প্রকৃত মানুষ বিপন্ন প্রায়,
সূর্য তবু অস্তমিত হয়নি চিরতরে।
নক্ষত্রের রশ্মি ছড়িয়ে আকাশ সাজানো,
আজো বিদ্যমান এবং তা চিরন্তন।
ধুমকেতু আর ছায়াপথে বিচরন করতে,
এক অলৌকিক অনুভূতি জাগে শুনেছি।
মেঘের ভেলায় ভাসতে কার না মন চায়,
চাঁদের আলো মেখে বসে থাকে জ্যোৎস্না।
গ্রাস করে শান্তির নিরলস ছন্দ,
আঁধারে ঘিরে ধরে আবিষ্কারের নেশাকে।
পরিচ্ছন্নতায় মেতে ওঠে সুদুরের ছায়াপথ,
প্রাণপণে ছুটে চলে গ্রহ থেকে গ্রহে।
কৌতূহল হয়তো দায়ী নয় অশান্তির জন্যে,
তবু তাঁর থেকেই উদ্ভব সময়ের দূষণ।
বাঁধভাঙ্গা ক্রন্দন বুকফাটা চিৎকার প্রতিক্ষণে,
ঠিক তখনি অন্য কোথাও আবিষ্কারের উৎসব।
অবাধ বয়ে চলা তাঁর দাড়াবে না কখনই থমকে।
প্রযুক্তির অভিশাপে প্রকৃত মানুষ বিপন্ন প্রায়,
সূর্য তবু অস্তমিত হয়নি চিরতরে।
নক্ষত্রের রশ্মি ছড়িয়ে আকাশ সাজানো,
আজো বিদ্যমান এবং তা চিরন্তন।
ধুমকেতু আর ছায়াপথে বিচরন করতে,
এক অলৌকিক অনুভূতি জাগে শুনেছি।
মেঘের ভেলায় ভাসতে কার না মন চায়,
চাঁদের আলো মেখে বসে থাকে জ্যোৎস্না।
গ্রাস করে শান্তির নিরলস ছন্দ,
আঁধারে ঘিরে ধরে আবিষ্কারের নেশাকে।
পরিচ্ছন্নতায় মেতে ওঠে সুদুরের ছায়াপথ,
প্রাণপণে ছুটে চলে গ্রহ থেকে গ্রহে।
কৌতূহল হয়তো দায়ী নয় অশান্তির জন্যে,
তবু তাঁর থেকেই উদ্ভব সময়ের দূষণ।
বাঁধভাঙ্গা ক্রন্দন বুকফাটা চিৎকার প্রতিক্ষণে,
ঠিক তখনি অন্য কোথাও আবিষ্কারের উৎসব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/১১/২০১৯অসামান্য একটা লেখা।
-
সাঁঝের তারা ২৫/০৩/২০১৮ভালো
-
Rabia Onti ২৪/০৩/২০১৮সুন্দর