বিদায় ২
ভুলে যাও আমাকে
মনে রেখো না,
দাও যেতে আর আমায়
পিছু ডেকো না!
বলে দিও পৃথিবীকে
আমি আর নেই,
ক্ষমা করে দিও কোন
ব্যাথা যদি দেই!
ভালোবাসা মানে যদি
হয় কোন ফুল,
শুকিয়ে গেলে দাম
নাই এক চুল!
সে ফুলের গন্ধে
ধন্য জীবন,
দাম কি সেই ফুল
শুকনো যখন?
আর আমার ঠাঁই নেই
এই পৃথিবীতে,
সব কিছু ছেড়ে তাই
আজ হবে যেতে!
একলা এসেছি তাই
একলাই যাওয়া,
মাঝখানে তুমি নামে
কিছু সুখ পাওয়া।
পরপারেও ওই সুখ
জ্বালাবে আমায়,
তবুও জানাই আজ
বিদায় তোমায়!
মনে রেখো না,
দাও যেতে আর আমায়
পিছু ডেকো না!
বলে দিও পৃথিবীকে
আমি আর নেই,
ক্ষমা করে দিও কোন
ব্যাথা যদি দেই!
ভালোবাসা মানে যদি
হয় কোন ফুল,
শুকিয়ে গেলে দাম
নাই এক চুল!
সে ফুলের গন্ধে
ধন্য জীবন,
দাম কি সেই ফুল
শুকনো যখন?
আর আমার ঠাঁই নেই
এই পৃথিবীতে,
সব কিছু ছেড়ে তাই
আজ হবে যেতে!
একলা এসেছি তাই
একলাই যাওয়া,
মাঝখানে তুমি নামে
কিছু সুখ পাওয়া।
পরপারেও ওই সুখ
জ্বালাবে আমায়,
তবুও জানাই আজ
বিদায় তোমায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ২০/০৯/২০১৮তুমি নামে কিছু সুখ পাওয়া!
-
অলি শর্ম্মা ২০/০৯/২০১৮Darun hoyechey