বিবেকের অবক্ষয়
মানবিকতার অবক্ষয়
নেমেছে এত নীচে,
সমাজ হতে সুখ শান্তি
গিয়েছে যেন মুছে।
পরোপকারী মনোভাব
কেউ রাখেনা আজ,
দরিদ্রকে সাহায্য করতে
পাচ্ছে সবাই লাজ।
নিজের শরীর বেঁচে
এমন নজীর আছে,
বুঝতে হবে তবে
মানুষ কোথায় গেছে।
ভীষণ অহংকারে
বিলিয়ে দেয় প্রাণ,
করতে সহজ কাজ
ধরছে নানান ভাণ।
অতি ব্যস্ত সবাই
যোগাড় করতে ধন,
যাচ্ছে চলে যাক
ইজ্জত সম্মান।
ভাই করে ভাই খুন
কত খানি লোভ,
পশুর মত বিবেক
আবেগ ছড়ায় ক্ষোভ।
নেমেছে এত নীচে,
সমাজ হতে সুখ শান্তি
গিয়েছে যেন মুছে।
পরোপকারী মনোভাব
কেউ রাখেনা আজ,
দরিদ্রকে সাহায্য করতে
পাচ্ছে সবাই লাজ।
নিজের শরীর বেঁচে
এমন নজীর আছে,
বুঝতে হবে তবে
মানুষ কোথায় গেছে।
ভীষণ অহংকারে
বিলিয়ে দেয় প্রাণ,
করতে সহজ কাজ
ধরছে নানান ভাণ।
অতি ব্যস্ত সবাই
যোগাড় করতে ধন,
যাচ্ছে চলে যাক
ইজ্জত সম্মান।
ভাই করে ভাই খুন
কত খানি লোভ,
পশুর মত বিবেক
আবেগ ছড়ায় ক্ষোভ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল রেজা (নীরব কবি) ১২/০৬/২০১৮দারুণ!
-
দীপক কুমার বেরা ১২/০৬/২০১৮সুন্দর ছন্দ। অনেক শুভেচ্ছা।
-
জয় ১২/০৬/২০১৮বাঃ
-
প্রদীপ মণ্ডল ১২/০৬/২০১৮ঋদ্ধ হওয়ার মত।
-
সাইয়িদ রফিকুল হক ১২/০৬/২০১৮তবুও এখনও মানুষ আছে। বিশ্বাস রাখুন মানুষের প্রতি।
-
সাইদ খোকন নাজিরী ১২/০৬/২০১৮চমৎকার!