বেওয়ারিশ নবজাতকের আর্তনাদ
দিসনে মাগো ফেলে
তুলে নে মা কোলে
ফেলবি যখন গর্ভে তখন
ধরলি কাকে বলে।
ঐ নগ্ন বিছানায়
জাত যদি না যায়
করলে লালন তখন তোর জাত
যাবে কাকে বলে।
ফেলবি যখন গর্ভে তখন
ধরলি কাকে বলে।
তুলে নে মা কোলে।
দিসনে মাগো ফেলে।
মিথ্যে ছলনায়
হাজার ললনায়
আমার মত হাজার শিশুর
জন্ম দেয় এ কূলে।
বলনা মাগো আমাকে তুই
ফেলবি কোন সে ভূলে।
ফেলবি যখন গর্ভে তখন
ধরলি কাকে বলে।
তুলে নে মা কোলে।
দিসনে মাগো ফেলে।
গভীর সুখে মেতে
নিয়েছিলি গেঁথে
তখন কেন দিসনি ফেলে
সময় ছিল হাতে।
দেখালি যখন আলো
আগলে রাখাই ভালো
হয়তো আমায় বিষ খাওয়া মা
নিজের হাতে গুলে
নয়তো আমায় তুলে নে মা
আপন বলে কোলে।
ফেলবি যখন গর্ভে তখন
ধরলি কাকে বলে।
তুলে নে মা কোলে।
দিসনে মাগো ফেলে।
কঠিন দুনিয়ায় কি হবে উপায়
তুইতো আমায় ফেলে দিয়ে
যাবি দূরে চলে।
কেউ রবে না তখন
নিজের আপন বলে।
ফেলবি যখন গর্ভে তখন
ধরলি কাকে বলে।
তুলে নে মা কোলে।
দিসনে মাগো ফেলে।
ছিলাম অন্ধকারে
তোকে আঁকড়ে ধরে
আনলি কেন তুই আমাকে
এই পৃথিবীর পরে।
কে খাওয়াবে বলে যা মা
আমার খিদে পেলে।
ফেলবি যখন গর্ভে তখন
ধরলি কাকে বলে।
তুলে নে মা কোলে।
দিসনে মাগো ফেলে।
তুলে নে মা কোলে
ফেলবি যখন গর্ভে তখন
ধরলি কাকে বলে।
ঐ নগ্ন বিছানায়
জাত যদি না যায়
করলে লালন তখন তোর জাত
যাবে কাকে বলে।
ফেলবি যখন গর্ভে তখন
ধরলি কাকে বলে।
তুলে নে মা কোলে।
দিসনে মাগো ফেলে।
মিথ্যে ছলনায়
হাজার ললনায়
আমার মত হাজার শিশুর
জন্ম দেয় এ কূলে।
বলনা মাগো আমাকে তুই
ফেলবি কোন সে ভূলে।
ফেলবি যখন গর্ভে তখন
ধরলি কাকে বলে।
তুলে নে মা কোলে।
দিসনে মাগো ফেলে।
গভীর সুখে মেতে
নিয়েছিলি গেঁথে
তখন কেন দিসনি ফেলে
সময় ছিল হাতে।
দেখালি যখন আলো
আগলে রাখাই ভালো
হয়তো আমায় বিষ খাওয়া মা
নিজের হাতে গুলে
নয়তো আমায় তুলে নে মা
আপন বলে কোলে।
ফেলবি যখন গর্ভে তখন
ধরলি কাকে বলে।
তুলে নে মা কোলে।
দিসনে মাগো ফেলে।
কঠিন দুনিয়ায় কি হবে উপায়
তুইতো আমায় ফেলে দিয়ে
যাবি দূরে চলে।
কেউ রবে না তখন
নিজের আপন বলে।
ফেলবি যখন গর্ভে তখন
ধরলি কাকে বলে।
তুলে নে মা কোলে।
দিসনে মাগো ফেলে।
ছিলাম অন্ধকারে
তোকে আঁকড়ে ধরে
আনলি কেন তুই আমাকে
এই পৃথিবীর পরে।
কে খাওয়াবে বলে যা মা
আমার খিদে পেলে।
ফেলবি যখন গর্ভে তখন
ধরলি কাকে বলে।
তুলে নে মা কোলে।
দিসনে মাগো ফেলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহঃ আবু তালেব ১৬/০৪/২০১৮ধন্যবাদ কবিবন্ধু।
-
মোঃ ফাহাদ আলী ১৪/০৪/২০১৮সমাজের বাস্তব চিত্র তুলে ধরার জন্য কবিকে অভিনন্দন জানাই।