বেদনার স্মৃতি
তোমার কথা স্মরণে এলেই
আঁখি করে ছল ছল,
হিংস্র কঠিন পাথর চোখে
কোথা হতে আসে জল?
সাহসী আমার এ জীবন জুড়ে
ছিলনা তো কোন ভয়,
তোমার স্মৃতিরা আজ সেখানে
এনে দিল সংশয়!
পাষাণ আমার জটিল হৃদয়ে
তুমি নিয়েছো ঠাই?
যন্ত্রণাময় এই স্মৃতি হতে
কেমনে মুক্তি পাই?
নরম কোমল সরল হৃদয়ে
ব্যাথা দিয়ে আজ হায়!
অসহ্য এক কষ্টের অনলে
অন্তর পুড়ে যায়!
সারা রাত জেগে তোমায় ভেবে
আঁখি করে ছল ছল!
কাঁদি না আমি তবু দু চোখে
কি কারণে আসে জল?
আঁখি করে ছল ছল,
হিংস্র কঠিন পাথর চোখে
কোথা হতে আসে জল?
সাহসী আমার এ জীবন জুড়ে
ছিলনা তো কোন ভয়,
তোমার স্মৃতিরা আজ সেখানে
এনে দিল সংশয়!
পাষাণ আমার জটিল হৃদয়ে
তুমি নিয়েছো ঠাই?
যন্ত্রণাময় এই স্মৃতি হতে
কেমনে মুক্তি পাই?
নরম কোমল সরল হৃদয়ে
ব্যাথা দিয়ে আজ হায়!
অসহ্য এক কষ্টের অনলে
অন্তর পুড়ে যায়!
সারা রাত জেগে তোমায় ভেবে
আঁখি করে ছল ছল!
কাঁদি না আমি তবু দু চোখে
কি কারণে আসে জল?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ৩১/১০/২০১৮বেদনাবিধুর!
-
অরন্য রানা ৩১/১০/২০১৮বাহ ! ভালো লাগলো