বেদনাময় নিবেদন
দেখেছি আমি যখন তুমি
মুখ ভার করে বসে,
ব্যকুল হৃদয় ব্যথার উদয়
স্বপ্ন বানে ভাসে।
কথা শোননা কেন বোঝনা
আমিও ব্যথায় ব্যথী,
চোখের জলে বিদায় বলে
তোমাকে করেছি সাথী।
করো বায়না তর সয়না
স্বপ্ন রাশি রাশি,
হয় উৎসুক ব্যথা ভরা বুক
দেখতে তোমার হাসি।
তুমি জাননা কত বেদনা
আমার এ অন্তর জুড়ে,
ঢাকতে তাঁকে আজ তোমাকে
হৃদয়ে রেখেছি মুড়ে।
কিন্তু তোমার সামনে আমার
গেলে কি হয়ে যায়,
মধুর পরশ হারায় সাহস
জেগে ওঠে সংশয়।
বাধ্য করে স্বপ্ন টারে
কে পায় কবে সুখ?
দুঃখী অন্তর পায় প্রান্তর
দেখলে হাসি মুখ।
অথচ তুমি চির সংযমী
সর্বদা মুখ ভার,
অতীত ভুলে রাখো আগলে
তর সহে না আর।
মুখ ভার করে বসে,
ব্যকুল হৃদয় ব্যথার উদয়
স্বপ্ন বানে ভাসে।
কথা শোননা কেন বোঝনা
আমিও ব্যথায় ব্যথী,
চোখের জলে বিদায় বলে
তোমাকে করেছি সাথী।
করো বায়না তর সয়না
স্বপ্ন রাশি রাশি,
হয় উৎসুক ব্যথা ভরা বুক
দেখতে তোমার হাসি।
তুমি জাননা কত বেদনা
আমার এ অন্তর জুড়ে,
ঢাকতে তাঁকে আজ তোমাকে
হৃদয়ে রেখেছি মুড়ে।
কিন্তু তোমার সামনে আমার
গেলে কি হয়ে যায়,
মধুর পরশ হারায় সাহস
জেগে ওঠে সংশয়।
বাধ্য করে স্বপ্ন টারে
কে পায় কবে সুখ?
দুঃখী অন্তর পায় প্রান্তর
দেখলে হাসি মুখ।
অথচ তুমি চির সংযমী
সর্বদা মুখ ভার,
অতীত ভুলে রাখো আগলে
তর সহে না আর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শেখ সাদী মারজান ০৭/০৫/২০১৮সুন্দর প্রকাশ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৭/০৫/২০১৮ওহ! দারুণ...
কাব্যময় নিবেদন -
পবিত্র চক্রবর্তী ০৭/০৫/২০১৮হুম ভালো । শুরুটা বেশ ভালো হয়েছিল ।
-
কামরুজ্জামান সাদ ০৭/০৫/২০১৮মুগ্ধতা রেখে গেলাম।শুভেচ্ছা জানবেন কবি।