ব্যভিচার
তুমি কখনোই বুঝতে চাও নি
অনুগত এ আমার মন কি চাইছে!
শুধুই প্রাধান্য দিয়েছ নিজের প্রয়োজন কে!
ক্ষুধা আর তৃষ্ণা মেটাতে ছুটে এসেছো বার বার!
তুমি যেটাকে ভালবাসা ভেবেছ,
সেটা আমার কাছে অত্যাচার মনে হয়েছে সব সময়।
আমি অনেক ভেবে দেখেছি,
তোমার অমানবিক আচরণ নিয়ে।
লোকলজ্জা নিয়ে আশায় থেকেছি,
হয়তো ঠিক হয়ে যাবে একদিন।
আতঙ্কিত নিরীহের বুক ভরা ভয় নিয়ে,
ক্লান্ত আমার ঘরে নেমেছে প্রতিটা রাত।
পাশবিক আচরণের অসহ্য যন্ত্রণা সয়ে,
অবশেষে এসেছে ভোর মৃত্যুর খানিক আগে।
তখন আমার কাছে এই পৃথিবী,
বড়ই স্বার্থপর আর ব্যভিচারী!
কাউকে যন্ত্রণা দিয়ে তৃপ্তি মেলে,
তা ছিল আমার ধারনার বাইরে!
অবশেষে যখন পরম সত্যটা জানলাম,
আমি মোটেও কাল ক্ষেপন করিনি।
তোমার হাত থেকে ছিনিয়ে নিজেকে,
তুলে দিয়েছি নির্মম ভাগ্যের হাতে।
অনুগত এ আমার মন কি চাইছে!
শুধুই প্রাধান্য দিয়েছ নিজের প্রয়োজন কে!
ক্ষুধা আর তৃষ্ণা মেটাতে ছুটে এসেছো বার বার!
তুমি যেটাকে ভালবাসা ভেবেছ,
সেটা আমার কাছে অত্যাচার মনে হয়েছে সব সময়।
আমি অনেক ভেবে দেখেছি,
তোমার অমানবিক আচরণ নিয়ে।
লোকলজ্জা নিয়ে আশায় থেকেছি,
হয়তো ঠিক হয়ে যাবে একদিন।
আতঙ্কিত নিরীহের বুক ভরা ভয় নিয়ে,
ক্লান্ত আমার ঘরে নেমেছে প্রতিটা রাত।
পাশবিক আচরণের অসহ্য যন্ত্রণা সয়ে,
অবশেষে এসেছে ভোর মৃত্যুর খানিক আগে।
তখন আমার কাছে এই পৃথিবী,
বড়ই স্বার্থপর আর ব্যভিচারী!
কাউকে যন্ত্রণা দিয়ে তৃপ্তি মেলে,
তা ছিল আমার ধারনার বাইরে!
অবশেষে যখন পরম সত্যটা জানলাম,
আমি মোটেও কাল ক্ষেপন করিনি।
তোমার হাত থেকে ছিনিয়ে নিজেকে,
তুলে দিয়েছি নির্মম ভাগ্যের হাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ৩০/০৫/২০১৮সুন্দর অনুভূতির কবিতা ।
-
এস এম আলমগীর হোসেন ২৯/০৫/২০১৮ওহ! ভারী সুন্দর
-
আব্দুল হক ২৯/০৫/২০১৮সুন্দর সত্য কথা
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৯/০৫/২০১৮বাহ! চমৎকার কবিতা........