ব্যথী
আজকে যারে কোলে করে
রাস্তা করলে পার,
তার দোয়াতে কালকে তুমি
পাবে গো উদ্ধার।
চোখের জলে কি যে বলে
বুঝতে যদি চাও,
অসহায় আর দুস্থ জনকে
কাছে টেনে নাও।
হাজার কথা অনেক ব্যথা
জমা তাঁদের বুকে,
কেমন করে বুঝবে বল
যে আছে আজ সুখে।
যাহার মনে ক্ষণে ক্ষণে
কষ্ট হানা দেয়,
সেই তো বোঝে যন্ত্রণা কি
দুঃখ কারে কয়।
যত বড়াই তত কষ্ট
তোমার সঙ্গী হবে,
অন্যের ব্যথায় ব্যথী হলে
তবে শান্তি পাবে।
রাস্তা করলে পার,
তার দোয়াতে কালকে তুমি
পাবে গো উদ্ধার।
চোখের জলে কি যে বলে
বুঝতে যদি চাও,
অসহায় আর দুস্থ জনকে
কাছে টেনে নাও।
হাজার কথা অনেক ব্যথা
জমা তাঁদের বুকে,
কেমন করে বুঝবে বল
যে আছে আজ সুখে।
যাহার মনে ক্ষণে ক্ষণে
কষ্ট হানা দেয়,
সেই তো বোঝে যন্ত্রণা কি
দুঃখ কারে কয়।
যত বড়াই তত কষ্ট
তোমার সঙ্গী হবে,
অন্যের ব্যথায় ব্যথী হলে
তবে শান্তি পাবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুকিম মাহমুদ মুকিত ০৬/০৫/২০১৮সুন্দর
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৬/০৫/২০১৮বেশ উপস্থাপনা । ভাল লাগলো । ধন্যবাদ অশেষ ।