বাস্তবতা
সত্য কথা বলা
অত সহজ নয়,
বলতে মিথ্যে কথা
সহজ মনে হয়?
সত্য বলার সময়
হয় যে বড্ড ক্ষীণ,
মিথ্যা বলতে থাকো
ফুরাবে না দিন।
পরকে আপন ভাবা
এক মুহূর্তের কাজ,
আপন করে দেখ
ফুরিয়ে যাবে সাঁঝ।
আকাশ অনেক কাছে
দূর হতে মনে হয়,
কাছে গিয়ে দেখ
জীবন হবে ক্ষয়।
তেমনি মনে হয়
একলা থাকা সহজ,
একলা থেকে দেখ
খুশী হবে নিখোঁজ।
কথা মিথ্যে নয়
সহজ প্রেমে পড়া,
ঠিক তেমনই কঠিন
শান্তির ঘর গড়া।
খুব সহজে জোটে
খেলনা ভালোবাসা,
খাঁটি প্রেমের দেখা
মেলে না সহসা।
অত সহজ নয়,
বলতে মিথ্যে কথা
সহজ মনে হয়?
সত্য বলার সময়
হয় যে বড্ড ক্ষীণ,
মিথ্যা বলতে থাকো
ফুরাবে না দিন।
পরকে আপন ভাবা
এক মুহূর্তের কাজ,
আপন করে দেখ
ফুরিয়ে যাবে সাঁঝ।
আকাশ অনেক কাছে
দূর হতে মনে হয়,
কাছে গিয়ে দেখ
জীবন হবে ক্ষয়।
তেমনি মনে হয়
একলা থাকা সহজ,
একলা থেকে দেখ
খুশী হবে নিখোঁজ।
কথা মিথ্যে নয়
সহজ প্রেমে পড়া,
ঠিক তেমনই কঠিন
শান্তির ঘর গড়া।
খুব সহজে জোটে
খেলনা ভালোবাসা,
খাঁটি প্রেমের দেখা
মেলে না সহসা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ০৩/০৪/২০১৮সত্য বলা সত্যি কঠিন।
-
কামরুজ্জামান সাদ ০৩/০৪/২০১৮ঠিক।
-
আনাস খান ০৩/০৪/২০১৮খাটি কথা বলেছেন