বাসর ঘরে
বিয়ের পরে বাসর ঘরে,
সজ্জিত পালঙ্কের পরে।
বসে আছে বউ,
দেখেনি তা কেউ।
জবরদস্তি স্বামীটারে,
দিল ঠেলে ওই না ঘরে।
চোখা চোখির ঢেউ,
দেখেনি তা কেউ।
পা ছুঁয়ে বউ করল প্রনাম,
বলল স্বামী তোমার হলাম।
মরল বিড়াল মেউ,
জানেনি তা কেউ।
ভাবল স্বামী, পেলাম প্রনাম,
বিনিময়ে কি বা দিলাম।
ডাকল কুকুর ঘেউ,
শোনেনি তা কেউ।
তাই প্রনামের বিনিময়ে,
বউয়ের চরণ ঘাড়ে নিয়ে।
উঠল মজার ঢেউ!
বোঝেনি তা কেউ।
সজ্জিত পালঙ্কের পরে।
বসে আছে বউ,
দেখেনি তা কেউ।
জবরদস্তি স্বামীটারে,
দিল ঠেলে ওই না ঘরে।
চোখা চোখির ঢেউ,
দেখেনি তা কেউ।
পা ছুঁয়ে বউ করল প্রনাম,
বলল স্বামী তোমার হলাম।
মরল বিড়াল মেউ,
জানেনি তা কেউ।
ভাবল স্বামী, পেলাম প্রনাম,
বিনিময়ে কি বা দিলাম।
ডাকল কুকুর ঘেউ,
শোনেনি তা কেউ।
তাই প্রনামের বিনিময়ে,
বউয়ের চরণ ঘাড়ে নিয়ে।
উঠল মজার ঢেউ!
বোঝেনি তা কেউ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুসা খান ১৫/১০/২০১৮ভালো
-
লিসেদ মিয়া ১৪/১০/২০১৮valo
-
আনন্দ চ্যাটার্জী ১৪/১০/২০১৮দারুন